খুলনা | শুক্রবার | ০৪ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১

শার্শায় মোটরসাইকেল-প্রাইভেটকার সংঘর্ষে দুই যুবক নিহত

শার্শা (যশোর) প্রতিনিধি |
০২:১৪ এ.এম | ০৩ এপ্রিল ২০২৫


যশোরের শার্শায় মোটরসাইকেল-প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রাসেল (২০) ও জাহিদ (২২) নামে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে যশোর- বেনাপোল মহাসড়কের শার্শার মিনি স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল শার্শার নাভারন বৃত্তিবারিপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ একই গ্রামের বিল­াল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা বাসা থেকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বেনাপোল পৌর গেটে যাচ্ছিলো। পথিমধ্যে এসময় শার্শার মিনি স্টেডিয়ামের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে রাসেল ও জাহিদ নামে দুই যুবক নিহত হন। 
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।

্রিন্ট

আরও সংবদ