খুলনা | শুক্রবার | ০৪ এপ্রিল ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১

ঈদ পুনর্মিলন ও সাংগঠনিক সভায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা বকুল

জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আবারো রাজপথে নামতে বাধ্য হবো

খবর বিজ্ঞপ্তি |
০২:১৭ এ.এম | ০৩ এপ্রিল ২০২৫


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের ফসল পতিত স্বৈরাচার হাসিনা সরকারকে বিদায় ঘটিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে আমরা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা কিন্তু সংস্কারের দোহাই দিয়ে জনগণের প্রত্যাশাকে বাধাগ্রস্ত করা হলে আমরা তা সর্মথন করবো না। গতকাল বুধবার নগরীর একটি অভিজাত হোটেলে খুলনা মহানগর বিএনপি’র ঈদ পুনর্মিলন ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে আমরা আবারো রাজপথে নামতে বাধ্য হবো। বিএনপি’র ঐক্য বিনষ্ট করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। সকলকে ওই ষড়যন্ত্রকারীদের ব্যাপরে সকলকে সজাগ থাকতে হবে। এছাড়া দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে নেতা-কর্মীদের বিরত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, যারা দলের ভাবমূর্তি নষ্ট করবে; অবশ্যই তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সবার আগে বাংলাদেশ’র খুলনা বিভাগীয় সমন্বয়ক মুনতাসির মামুন সাজু, সৈয়দা রেহানা ঈসা, শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, হাসানুর রশিদ মিরাজ, কে এম হুমায়ুন করীব, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোঃ নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পী, বিপ্লবুর রহমান কুদ্দুস ও মতলুবুর রহমান মিতুল প্রমুখ। সভায় আগামী ১১ এপ্রিল খুলনা জেলা স্টেডিয়ামে সবার আগে বাংলাদেশ কনসার্ট সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। 
ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদবস্ত্র বিতরণ : পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল গত তিনদিন ব্যস্ত সময় পার করেন। স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় ও খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী থানার বিভিন্ন এলাকায় সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদেও খাদ্য সামগ্রী, নতুন কাপড় ও নগদ টাকা বিতরণ করেছেন। এসময় মহানগর বিএনপি, খালিশপুর দৌলতপুর খানজাহান আলী থানার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এড. শফিকুল আলম মনা : পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে খুলনা সার্কিট হাউস ময়দানের ঈদগাহে। পরে তিনি উপস্থিত নেতা-কর্মী, সুশীল সমাজের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া তার বাসভবনে আগত নেতা-কর্মীদের সাথে ব্যস্ত সময় পার করেন।
শফিকুল আলম তুহিন : স্থানীয় সার্কিট হাউস ময়দানে ঈদের নামাজ আদায় করেন। পরে উপস্থিত নেতা-কর্মী ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ঈদের দিন দুপুরে তার বাসভনে দলীয় নেতা-কর্মীদের জন্য মধ্যহ্নভোজের আয়োজন করেন।

্রিন্ট

আরও সংবদ