খুলনা | শুক্রবার | ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১

মোংলায় ঈদ পুর্ণমিলনী ও বিএনপির নবগঠিত ইউনিয়ন কমিটির সংবর্ধনা

মোংলা প্রতিনিধি |
০১:০৫ পি.এম | ০৩ এপ্রিল ২০২৫


ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপি যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ পরিদুল ইসলাম বলেছেন, আমরা সকলেই একটি সম্প্রতির বন্ধনে আবদ্ধ, আমি এখানে এসে তার প্রমান পেলাম। এই বন্ধন যেন অটুট থাকে আপনাদের প্রতি আমার এই দাবী থাকবে। একটু লক্ষ রাখবেন একটি পক্ষ বিএনপিকে কলুশীথ করার জন্য চেষ্টা করছে। তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে।

আপনাদের খেয়াল রাখতে হবে, একটি রাজনৈতিক দল মানুষের সাথে বারবার ধোঁকা দিয়ে ক্ষমতায় যেতে চায়। বিভিন্ন সভা-সমাবেশ কখনো বলে ক্ষমা করে দিয়েছি, আবার কখনো বলছেন বিচার ছাড়া নির্বাচন দরকার নেই। তাদের ধোঁকাবাজি জনগন বুঝে গেছেন। সম্পদ থাকা সত্বেও নেশাগ্রস্থ মানুষদের মতো বিগত আওয়ামী সরকারের অনেক মন্ত্রী এমপিরা দেশে লুটপাট করে টাকার পাহাড় তৈরী করেছে। আমাদের কষ্টার্জিত টাকা পাচার করে বিদেশে বাড়িগাড়ী তৈরী করেছে আ.লীগের নেতাকর্মীরা, এটা আমরা ভুলে যাইনী। বিগত সরকারের সেই পুনরাবৃত্তি এই বাংলার বুকে না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার জন্য বলেন। সোনাইলতলা এক সংবর্ধনা অনুষ্ঠানে এ আহবানও জানান বিএনপির এ নেতা।

মোংলায় সোনইলতলা ইউনিয়নে বিএনপির নবগঠিত কমিটির সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করেছে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা। বুধবার সন্ধ্যা রাতে ইউনিয়নের মাদ্রাসা মাঠে এর আয়োজন করা হয়।

এসময় সোনাইলতলা ইউনিয়ননের এ অনুষ্ঠানে আব্দুল্লা হিল মারুফ এর সভাপতিত্বে প্রধান অতিথি এছাড়া মোংলা উপজেলা বিএনপির আহবায়ক স,ম ফরিদ, যুগ্ম আহবায়ক শেখ রুস্তুম আলী, সদস্য সচিব আ: মান্নান হাওলাদার, আবু হোসেন পনি, বাবুল হোসেন রনি, খানজান, নাসির উদ্দিন ও সোনাইলতল ইউনিয়নের ৯ টি ওয়ার্ড ও ইউনিয়ন সভাপতি/সাধারন সম্পাদক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ