খুলনা | শনিবার | ০৫ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১

নারী বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ার তালিকায় বাংলাদেশের দু’জন

ক্রীড়া প্রতিবেদক |
১২:০০ এ.এম | ০৪ এপ্রিল ২০২৫


আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের আম্পায়ার তালিকায় জায়গা পেয়েছেন দুই বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান ও সাথিরা জাকির। বৃহস্পতিবার আইসিসির প্রকাশিত আম্পায়ার এবং ম্যাচ কর্মকর্তাদের তালিকায় ১০ আম্পায়ার আর ৩ ম্যাচ রেফারি আছেন।
গত কয়েক বছর ধরে আইসিসির বিভিন্ন টুর্নামেন্টে আম্পায়ারিং করেছেন মাসুদুর। ২০২০ ও ২০২৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট বিশ্বকাপেও আম্পায়ার হিসেবে ছিলেন তিনি। সাথিরা তাঁর ক্যারিয়ারে এখন পর্যন্ত দু’টি নারী ওয়ানডে ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। সেদিক থেকে এই প্রথম আইসিসির কোনো বড় আসরে আম্পায়ার হিসেবে দেখা যাবে তাঁকে।
আয়োজক পাকিস্তান থেকে আম্পায়ার প্যানেলে আছেন ফয়সাল খান আফ্রিদি ও সালিমা ইমতিয়াজ। এ ছাড়া আম্পায়ারদের তালিকায় রাখা হয়েছে অস্ট্রেলিয়ার ডোনোভান কচ, দক্ষিণ আফ্রিকার বাবস গকুমা, ওয়েস্ট ইন্ডিজের ক্যান্ডেস লা বোর্ড, জিম্বাবুয়ের সারাহ ডাম্বানেভানা, নিউজিল্যান্ডের শন হেইগ ও শ্রীলঙ্কার দেদুনু দি সিলভাকে। আর ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পাকিস্তানের আলী নাকভি, নিউজিল্যান্ডের ট্রুডি অ্যান্ডারসন, দক্ষিণ আফ্রিকার শান্দ্রে ফ্রিটজ। ছয় দলের বিশ্বকাপ বাছাই ৯ এপ্রিল শুরু হয়ে শেষ হবে ১৯ এপ্রিল। টুর্নামেন্টের সেরা দুই দল চলতি বছরের নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
ডোনোভান কচ (অস্ট্রেলিয়া), ফয়সাল খান আফ্রিদি (পাকিস্তান), মাসুদুর রহমান (বাংলাদেশ), সালিমা ইমতিয়াজ (পাকিস্তান), বাবস গকুমা (দক্ষিণ আফ্রিকা), সাথিরা জাকির (বাংলাদেশ), শন হেইগ (নিউজিল্যান্ড), ক্যান্ডেস লা বোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), দেদুনু দি সিলভা (শ্রীলঙ্কা), সারাহ ডাম্বানেভানা (জিম্বাবুয়ে)।
ম্যাচ রেফারি : আলী নাকভি (পাকিস্তান), শান্দ্রে ফ্রিটজ (দক্ষিণ আফ্রিকা), ট্রুডি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড)।

্রিন্ট

আরও সংবদ