খুলনা | শুক্রবার | ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১

সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ কাম্য

|
১২:০৪ এ.এম | ০৪ এপ্রিল ২০২৫


প্রতিবছরের মতো এবারও ঈদযাত্রায় সড়কে ঝরেছে প্রাণ। ঈদের একদিন পর চট্টগ্রামের লোহাগাড়ায় এক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বন রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে বুধবার সকাল ৭টার দিকে বেপরোয়া গতির রিল্যাক্স পরিবহণের সঙ্গে দু’টি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের পরপরই পেছনে থাকা আরেকটি মাইক্রোবাস এসে ধাক্কা দেয়। এতে প্রথম মাইক্রোবাসে থাকা বেশিরভাগ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন, যার মধ্যে গাড়িচালকও ছিলেন। এ ছাড়াও সড়কে আরও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।
বলাবাহুল্য, দেশের সড়ক অবকাঠামোর উন্নতি ঘটলেও ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই কমছে না দুর্ঘটনা। যানবাহনের বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, সড়কের নির্মাণত্র“টি, ফিটনেসবিহীন যানবাহন অবাধে চলাচলের সুযোগ, চালকের অদক্ষতা, যানবাহন চালক ও মালিকের বেপরোয়া মনোভাব, আইন না মানার প্রবণতা ইত্যাদি সড়ক দুর্ঘটনা বৃদ্ধির প্রধান কারণ। বিশেষজ্ঞদের পক্ষ থেকে বারবার নানা পরামর্শ ও সুপারিশ প্রদান করা হলেও তা যে অরণ্যে রোদনে পর্যবসিত হয়েছে, প্রতিনিয়ত ঘটা দুর্ঘটনাগুলোই এর প্রমাণ।
দেশের সব সেক্টরে বিগত সরকার অনিয়মের যে সংস্কৃতি গড়ে তুলেছিল, জুলাই বিপ্লব-পরবর্তী অন্তর্র্বর্তী সরকারকে তা থেকে উত্তরণে নানা পদক্ষেপ নিতে দেখছি আমরা। কাজটি কঠিন সন্দেহ নেই, তবে রাষ্ট্র সংস্কারের মহৎ ব্রত নিয়ে ড. ইউনূসের নেতৃত্বে পরিচালিত সরকার অনেকাংশে তাতে সফলও হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, কৌশলী পদক্ষেপের কারণে কীভাবে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরেছে। যে কারণে এবার রোজার মাসে নিত্যপণ্যের দাম ছিল অনেকটাই সহনীয়। খাদের কিনারে যাওয়া আর্থিক খাত স্বল্প সময়েই ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। যেখানে বেশ কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিলুপ্ত হওয়াই ছিল নির্মম ও অবশ্যম্ভাবী নিয়তি, সেখানে অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপে কোনো প্রতিষ্ঠানকেই সেই পরিণতি বরণ করতে হয়নি। ঋণের ভারে নিমজ্জিত অর্থনীতিকেও সরকার অল্পদিনেই আলোতে অর্থাৎ সন্তোষজনক পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হয়েছে। কেবল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সড়কের বিশৃঙ্খলার মতো বিষয়গুলো এ সংস্কার কার্যক্রমকে শতভাগ সাফল্যমন্ডিত হতে দিচ্ছে না। সরকার এ বিষয়গুলোতে সুদৃষ্টি দেবে, এটাই প্রত্যাশা।

্রিন্ট

আরও সংবদ