খুলনা | শুক্রবার | ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১

নাশকতার মামলার আসামি আ’লীগের সেক্রেটারি খোকন চৌধুরী গ্রেফতার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি |
১২:১১ এ.এম | ০৪ এপ্রিল ২০২৫


নড়াইলের লোহাগড়ায় নাশকতা মামলার অন্যতম আসামি লক্ষীপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন চৌধুরী (৬৫) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার উলা গ্রামের চৌধুরী বাংলো মিনি পার্ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত খোকন চৌধুরী লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামের মৃত ঈমান উদ্দিন চৌধুরীর ছেলে ও বাংলাদেশের সুনামধন্য তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান ব্লু-ড্রীম কোম্পানির মালিক স্বপ্নীল চৌধুরী সোহাগ এর বাবা।
এর আগে গত ৯ ডিসেম্বর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক কাজী ইয়াজুর রহমান বাবু ২৯৫ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৩শ’ থেকে সাড়ে ৩শ জন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আসামি করে লোহাগড়া থানায় নাশকতার মামলা দায়ের করেন।
মিজানুর রহমান খোকন চৌধুরীর গ্রেফতার সম্পর্কে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান বলেন, নাশকতার একটি মামলায় খোকন চৌধুরীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

্রিন্ট

আরও সংবদ