খুলনা | শুক্রবার | ০৪ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১

রূপসায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত, আরোহী আহত

রূপসা প্রতিনিধি |
১২:১৪ এ.এম | ০৪ এপ্রিল ২০২৫


রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর মোড় এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় মাহাথির শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার সাথে থাকা যুবক ওমর ফারুক। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাথির ফকিরহাট উপজেলার বেলতলা এলাকার শহিদুল শেখের পুত্র। জানা যায়, মাহাথির তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে জাবুসা মোড় থেকে ইলাইপুর মোড়ে আসছিল। তারা মোড়ের সন্নিকটে এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিক পাশের  গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় চালক মাহাথিরসহ পিছনে থাকা ওমর ফারুক মারাত্মক আহত হয়। তৎক্ষণাৎ চালক মাহাথিরকে তিলক সিএসএস হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাঃ তাকে মৃত ঘোষণা করেন। আহত ওমর ফারুক (১৮) ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়ার হামিদ শেখের পুত্র। তাকে এলাকাবাসী উদ্ধার করে খুলনার হাসপাতালে ভর্তি করেছে।

্রিন্ট

আরও সংবদ