খুলনা | শনিবার | ০৫ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১

রূপসায় রাসেল ভাইপারের কামড়ে ৯ বছরের শিশু জীবন মৃত্যুর সন্ধিক্ষণে

রূপসা প্রতিনিধি |
০১:২০ এ.এম | ০৪ এপ্রিল ২০২৫


রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ঘাটভোগ গ্রামের ইউনুস খানের শিশু পুত্র রিফাত খান (৯) বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।  
পরিবার সূত্রে জানা গেছে, শিশু রিফাত গতকাল বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের মাঠে অন্য ছেলেদের সাথে খেলাধুলা করছিল। আকস্মিক তাকে লম্বা আকৃতির একটি বিষধর রাসেল ভাইপার সাপ পায়ে কামড় দেয়। রিফাত যন্ত্রণায় চিৎকার করতে থাকলে আশপাশের লোক ছুটে এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে রিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 
কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ পিকিং সিকদার জানান, শিশুটিকে হাসপাতালে আনা হলে তার পায়ে ইমোবিলাইজড করে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।  পাশাপাশি শিশুটির অবস্থা আশঙ্কাজনক বিধায় তিনি দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ফোন করে রাসেল ভাইপারের এনটিভেনাম সংগ্রহ এবং আইসিইউতে শিশুটিকে রাখার যাবতীয় ব্যবস্থা করেন। সর্বশেষ জানা গেছে শিশুটিকে ১০টি এনটি ভেনাম দেওয়া হয়েছে তবে এখনো সে বমি করছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর উক্ত এলাকায় রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে। 

্রিন্ট

আরও সংবদ