খুলনা | শনিবার | ০৫ এপ্রিল ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১

নির্বাচনের রোডম্যাপ দ্রুত সময়ের মধ্যে ঘোষণার দাবি বিএনপি নেতা বকুলের

খবর বিজ্ঞপ্তি |
০১:২২ এ.এম | ০৪ এপ্রিল ২০২৫


কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের ফসল। কাজেই গণতন্ত্রের যে আকাক্সক্ষা জনগণের, সেই আকাঙ্ক্ষা বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুত পূরণ করবে-এটাই স্বাভাবিক। নির্বাচনের রোডম্যাপ দ্রুত সময়ের মধ্যে ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রয়োজনে বিএনপি’র আবারো রাজপথে নামবে। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ও সুধী সমাজের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে, গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্র ও বিএনপি’র বিরুদ্ধে অপপ্রচার চলছে, যেন ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হতে পারে। এই চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার জন্য যে যেখানে আছি সেখান থেকে আমাদের লক্ষ্য ও স্বপ্ন বাস্তবায়ন করতে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের কাছে জনগণ নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করে। ভোটের অধিকারের দাবিতে জনগণকে যেন রাস্তায় নামতে না হয়। জনগণ কি চায় এই সরকারকে তা বুঝতে হবে। নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিলে বর্তমানের যে অস্থিতিশীল পরিস্থিতি শান্ত হবে। রাজনৈতিক সংকট অর্থনৈতিক সংকট লাঘব হবে। বর্তমান খুলনার অশান্ত পরিবেশকে শান্ত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় হওয়ার আহŸান জানিয়ে বকুল বলেন, বিগত পতিত সরকারের দোসররা দেশকে অশান্ত করতে চায়। তারই ধারাবাহিকতায় খুলনা নগরীর আইন-শৃঙ্খলার পরিস্থিতির অবনতি। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এসময় মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় সুধী সমাজ উপস্থিত ছিলেন।
 

্রিন্ট

আরও সংবদ