খুলনা | শনিবার | ০৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১

আশাশুনিতে মাদ্রাসা প্রধানদের সাথে বোর্ডের চেয়ারম্যানের মতবিনিময়

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ০৪ এপ্রিল ২০২৫


আশাশুনি উপজেলার মাদ্রাসা সমূহের প্রধানদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নূরুল হক। শুক্রবার বেলা ১১ টায় আশাশুনি আলিয়া মাদ্রাসা হলরুমে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপালের সভাপতিত্বে ও আলিয়া মাদ্রাসার সুপার ড. আবুল হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, আঞ্চলিক কার্যালয় খুলনার সহকারী পরিদর্শক মোঃ নজরুল ইসলাম, আশাশুনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য স ম হেদায়েতুল ইসলাম, মুহাদ্দিস জিএম মেহেরুল­াহ, মোঃ নুরুল আফসার মোরতজা, শ্যামনগর কেন্দ্রীয় মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ উজায়েরুল ইসলাম প্রমুখ। সভায় মাদ্রাসা শিক্ষার সমস্যা ও উত্তরণ, শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
 

্রিন্ট

আরও সংবদ