খুলনা | শনিবার | ০৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১

রূপসা যুব সমাজ আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল কাল

নিজস্ব প্রতিবেদক |
১১:৪৬ পি.এম | ০৪ এপ্রিল ২০২৫


রূপসা যুব সমাজ আয়োজিত ১ম বার্ষিক ওয়াজ মাহফিল আগামীকাল রোববার বাদ আছর পূর্ব রূপসা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন ঢাকার লালবাগ এলাকার জামিয়া শারিফিয়া আরাবিয়া’র শাইখুল হাদিস হাদিস মুফতী আরিফ বিন হাবিব (দা: বা:)। বিশেষ অতিথি থাকবেন চুলকাঠি তালিমুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা সাইফুল­াহ, রূপসার মারকাযুল হুদা মাদ্রাসার মুহতামিম মুফতি আনিসুর রহমান, রূপসার বায়তুল মেরাজ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতি আবুল হাসান হামিদী। আমন্ত্রিত মেহমান থাকবেন রূপসার সিএন্ডবি জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ফজলুল করিম, রূপসার আশরাফুল মাদারিস তিলক কওমী মাদ্রাসার মুহতামিম মুফতি আহাসানউল­াহ, বাগমারা আল-আকসা কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা হায়দার আলী, অচিনতলা মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি জাহিদুর রহমান খাঁন, মসজিদ-এ আকসা মসজিদের ইমাম ও খতীব হাফেজ আনিছুর রহমান, দারুস সালাম জামে মসজিদের ইমাম হাফেজ মিজানুর রহমান, মমিন সুফি জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ইমরান হুসাইন। সভাপতিত্ব করবেন সিএন্ডবি জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা আরাফাত হুসাইন। মাহফিল পরিচালনা করবেন রূপসার আব্বাসিয়া জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ শাহ মুয়াজ্জেম। সার্বিক তত্তাবধানে মোঃ শরিফুল ইসলাম শরিফ। 

্রিন্ট

আরও সংবদ