খুলনা | শনিবার | ০৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১

সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটির বার্ষিক পুনর্মিলনী

খবর বিজ্ঞপ্তি |
১২:২১ এ.এম | ০৫ এপ্রিল ২০২৫


বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সুন্দরবন রেজিমেন্ট এক্স ক্যাডেট সোসাইটি (সুরেক্স) এর বার্ষিক পুনর্মিলনী সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। খুলনা মহানগরীর খালিশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বার্ষিক পুনর্মিলনী ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে প্রধান অতিথি ছিলেন মেজর (অবঃ) মোঃ আবু হানিফা। বিশেষ অতিথি ছিলেন খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র এক্স ক্যাডেট গাজী মনিরুজ্জামান ও সুরেক্সের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান রনি।
সুরেক্সের ভারপ্রাপ্ত সভাপতি এস এম কামরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাফুর রহমান কাজলের সঞ্চালনায় আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মেহেবুব হাসান মামুন, মোঃ আমিনুল ইসলাম, রিফাত হোসেন ইমন, মাহমুদা ইসলাম, এজাজ আহমেদ, মেহেদি হাসান, শামসুদ্দিন সানি, মোঃ আরিফ, এসএমজি নেওয়াজ, আকাশ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মূল আকর্ষণ ছিল প্রদীপ বালার বাউল গান, চৈতি গাঙ্গুলী, লাবনী, এম আর খান মেহেদীর গান, রুসাদের আবৃত্তি। সবশেষে ছিল র‌্যাফেল ড্র।
 

্রিন্ট

আরও সংবদ