খুলনা | শনিবার | ০৫ এপ্রিল ২০২৫ | ২২ চৈত্র ১৪৩১

পাইকগাছা, দাকোপ, ডুমুরিয়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক আবুল বাশারের উপর বোমা হামলার প্রতিবাদ অব্যাহত

পাইকগাছা, দাকোপ ও ডুমুরিয়া প্রতিনিধি |
০১:৩২ এ.এম | ০৫ এপ্রিল ২০২৫


খুলনার ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আবুল বাশারের উপর বোমা হামলার প্রতিবাদে পাইকগাছা, দাকোপ, ডুমুরিয়াসহ বিভিন্ন স্থানে সভা, সমাবেশ ও মিছিল হয়েছে, গতকাল শুক্রবার।
পাইকগাছা : জেলার ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আবুল বাশারের উপর বোমা হামলার প্রতিবাদে পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা ও পৌরসভা বিএনপি ৪টি ভাগে বিভক্ত হয়ে পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। 
বিক্ষোভ মিছিল শেষে পৌরসভা বিএনপি’র প্রস্তুত কমিটির আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন কমিটির যুগ্ম-আহবায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক যুগ্ম-আহবায়ক আতাউর রহমান, মোঃ জিয়াউদ্দীন নায়েব, শাহাবুদ্দিন আহমেদ, মতলেব গাজী, গাজী করিম, আব্দুল কাদের, আব্বু বাক্কার, সাবেক যুবদল নেতা শিয়াবউদ্দীন বাবু, আবু সাঈদ, পৌর যুবদলের আহবায়ক আনারুল ইসলাম, সদস্য সচিব আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি গালিপ, মোঃ সোহেল গাজী।
অন্যদিকে উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, মেছের আলী সানা, আব্দুল মজিদ গোলদার, হাবিবুর রহমান, প্রণব কান্তি মন্ডল, মাষ্টার বাবর আলী গোলদার, মফিজুল ইসলাম টাকু, মাস্টার মুজিবুর রহমান, এস এম নাজির আহমেদ, এড. এস্কেন্দার মির্জা, তোফাজ্জেল সরদার, আবু মুছা সরদার, গাজী নজরুল ইসলাম, আবু হুরায়রা বাদশা, শামসুজ্জামান জামান, সরোজিৎ ঘোষ দেবেন, ও নাজমুল হুদা মিন্টু। 
উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য শেখ ইমদাদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জান মুকুল, যুগ্ম-আহবায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, বিএনপি নেতা শেখ সাদেকুজ্জামান, শেখ বেনজির আহম্মেদ লাল, সরদার ফারুক আহম্মেদ, আবু তালেব, সাইফুল ইসলাম তারিক, এড. একরামুল হক বিশ্বাস, সামাদ, সন্তোষ গাইন, যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, ইউনুছ মোল্লা, আমিনুর রহমান, হাবিবুর রহমান, হাকিম সানা, আনারুল কাদির নাজির আহম্মেদ, শহিদুল ইসলাম, ওবাইদুল্লাহ, ইব্রাহিম গাজী, সাদ্দাম হোসেন, ইসরাফিল হোসেন, বেল্লাল হোসেন, আবুল বাশার বাচ্চু, ইকবল হোসেন, শেখ ইব্রাহিম, জাহিদুর রহমান ও আব্দুল কাদের। 
পৌরসভা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোস্তফা মোড়লের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সদস্য এড. জি এম আব্দুস সাত্তার, বিএনপি নেতা এস এম মোহর আলী, ইমদাদুল হক, আজহারুল ইসলাম, আসাদুজ্জামান, তোরাব আলী, ইউনুস আলী গাজী, সাজ্জাদ আলী ফকির, অজিয়ার রহমান, ইউনুস গাজী, বেলায়েত হোসেন, মুনসুর গাজী, আতিয়ার গাজী, বারিক গাজী, ফসিয়ার রহমান, হাফিজুর রহমান, নুর মোহাম্মদ, মিজানুর রহমান, গোলাম রব্বানী ও আমজেদ গাজী।
সভায় বক্তারা অবিলম্বে ফুলতলা বিএনপি’র আহবায়ক আব্দুল বাশারের উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের জোর দাবি জানান। 
দাকোপ : ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ও বারবার নির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল বাশারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা জেলা বিএনপি’র নির্দেশনায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় উপজেলা সদর চালনা পৌরসভার ডাকবাংলাস্থ উপজেলা বিএনপি’র কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বৌমার গাছতলায় দাকোপ উপজেলা বিএনপি’র আহবায়ক অসিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খাঁন জুলফিকার জুলু। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এনামুল হক সজল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুল মান্নান খান, পৌরসভা বিএনপি’র আহবায়ক মোজাফফর হোসেন শেখ, সদস্য সচিব আল আমিন সানা, উপজেলা ও পৌরসভা বিএনপি’র যুগ্ম-আহবায়ক দীপক কুমার সরদার, আয়ুব আলী কাজী, কামরুজ্জামান টুকু, শেখ শহিদুল ইসলাম, মহিদুল ইসলাম হাওলাদার, বাচ্চু ফকির, ফয়সাল শেখ, হাফিজ সানা, বিল্লাল মোল্লা, ইমরান হোসেন পলাশ।
এছাড়া বক্তৃতা করেন পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক শাকিল আহমেদ দিলু, এস এম গোলাম কাদের, আমিনুল ইসলাম বুলবুল, আব্দুর রাজ্জাক শেখ, রমজান গাজী, মোল্লা শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক মোল্লা, আজিম হাওলাদার, রউফ সরদার, তরিকুল ইসলাম নান্নু, সাইদ গাজী, গাজী তরিকুল ইসলাম, রবিউল ইসলাম মনা, মেসকাত মোল্লা, আজমীর রহমান, ইকরামুল ইসলাম, রতন রায়, মিনারুল ইসলাম, সুমন কাজী, হাসমত খলিফা, জি এম রুমন, ইয়াছিন শেখ এবং হাবিবুল্লাহ গাজী প্রমুখ।  
ডুমুরিয়া : ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আবুল বাশারের উপর বোমা হামলার প্রতিবাদে ডুমুরিয়া উপজেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি খুলনা সাতক্ষীরা মহাসড়কসহ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ হাফিজুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপি’র সদস্য মোল্লা মাহবুবুর রহমান, সাবেক যুগ্ম-আহবায়ক মশিউর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, আলমগীর হোসেন, প্রভাষক মঞ্জুর রশিদ, আসাদুজ্জামান মিন্টু, লিটন রহমান, শেখ শফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনি, মাস্টার আইয়ুব আহমেদ, সরদার বিল্লাল হোসেন, মোল্লা আবুল কাশেম, সরদার মোজাফ্ফর হোসেন, গাজী মোনায়েম হোসেন, গাজী শাহেদুজ্জামান বাবু, খোকন তালুকদার, শহিদুজ্জামান শহিদ, জি এম সাইকুল ইসলাম, জাহানারা রহমান, শেখ শামিম, ফরিদুল ইসলাম, এফ এম রফিকুল ইসলাম, গাজী আতিয়ার রহমান, হাফিজুর রহমান, আইয়ুব মাহমুদ, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, আমিনুর রহমান, মনিরুল ইসলাম, জিল্লুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, সাগর গাজী, আঃ মান্নান, ইনামুল মল্লিক, সাদিকুল ইসলাম, ছাত্রদলের ফয়সাল চৌধুরী, আবরার হোসেন সৈকত, সাহেদ রানা, সরদার তাজিম, তানভীর মাহমুদ, রাতুল, বাধন, রিয়াজ, ইলিয়াস হোসেন, প্রদিপ, সমিরন রায় প্রমুখ।

্রিন্ট

আরও সংবদ