খুলনা | সোমবার | ০৭ এপ্রিল ২০২৫ | ২৩ চৈত্র ১৪৩১

বেলফুলিয়া কলেজ ছাত্রদলের প্রথম পুনর্মিলনী

ভোটে নির্বাচিত প্রতিনিধি ছাড়া রাষ্ট্র সংস্কার সম্ভব নয় : হেলাল

নিজস্ব প্রতিবেদক, রূপসা প্রতিনিধি |
০২:০২ এ.এম | ০৬ এপ্রিল ২০২৫


বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, এদেশে বারবার গণতন্ত্র হাইজ্যাক হয়েছিল। এই গণতন্ত্রের জন্য আমরা বহুবার রক্ত দিয়েছি। এবার ২৪ শে গণতন্ত্রের জন্য ছাত্র-জনতা রক্ত দিয়েছে। গণতন্ত্রের পূর্বশত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গেল ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। আমাদের ভয় হয়, ফখরুদ্দীন-মঈনদ্দিন দুই বছর ক্ষমতায় থেকে ১৭ বছরের ফ্যাসিস্ট মাফিয়া সরকারের জন্ম দিয়েছে। কিন্তু ড. ইউনুস সরকার আমাদের সরকার, জনগনের সরকার। আপনি জনগনের মনের ভাষা বোঝার চেষ্টা করুন। জনগন নির্বাচন চায়। জনগনের ভোটে নির্বাচিত সরকারই ধারাবাহিকভাবে রাষ্ট্র সংস্কার করবে; সংস্কার একটি চলমান প্রক্রিয়া।
শনিবার সকালে রূপসার সরকারি বেলফুলিয়া কলেজ ছাত্রদলের ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনি একটি অনির্বাচিত আর কতদিন থাকবেন? আপনিই যদি অনির্বাচিত হন-তাহলে আপনি কিভাবে রাষ্ট্র সংস্কার বা মেরামত করবেন? আপনাকে সেই অনুমোদনটা কে দিল? জনগনের ভোটে নির্বাচিত প্রতিনিধি ব্যতীত পুরিপূর্ণ রাষ্ট্র সংস্কার সম্ভব নয়। আপনি রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। একই সাথে আপনার সরকারের মেয়াদকালটাও জাতির সামনে বলুন।
তিনি আরও বলেন, বিএনপি’র কেন্দ্রীয় নেতা হেলাল আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের পেছনে ছাত্রদলের নেতা-কর্মী-সমর্থকরাই ছিল সর্বাধিক। স্বাধীনতার ঘোষক শহিদ জিয়াউর রহমান বলেছিলেন, ছাত্রদল অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে চাবুকের ন্যায় কাজ করবে। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবনবাজী রেখে ছাত্রদল সেই প্রমাণই আবার দিয়েছে। এ গণঅভ্যুত্থানে ছাত্রদলেরই সর্বাধিক শহিদ হয়েছেন। প্রথম শহিদ হয়েছিলেন চট্টগ্রামের ছাত্রদল নেতা শহিদ ওয়াসিম। যেখানেই অন্যায়ের প্রতিবাদ সেখানেই ছাত্রদল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি; ঐক্যবদ্ধভাবে বিএনপি নেতা-কর্মী-সমর্থকদের সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করেই অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠা করতে হবে। জনগনের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনা দায়িত্ব পেলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রয়োজনীয় সময়োপযোগী সংস্কার করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, অধ্যাপক মনিরুল হক বাবুল, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, সদস্য এস এম মনিরুল হাসান বাপ্পী, মোঃ আনিসুর রহমান, শেখ আব্দুর রশিদ, জেলা যুবদলের আহবায়ক এবাদুল হক রুবায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু ও সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী, জেলা শ্রমিক দলের সভাপতি বাবু উজ্জ্বল কুমার সাহা, রূপসা উপজেলা বিএনপি নেতা সাইফুর রহমান ও জাবেদ মল্লিক, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সফিকুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনের সঞ্চালনায় সরকারি বেলফুলিয়া কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে বর্ণাঢ্য এ অনুষ্ঠানে কলেজের সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ, খুলনা জেলা বিএনপি ও রূপসা উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

্রিন্ট

আরও সংবদ