খুলনা | সোমবার | ০৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১

জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিনিধি দলের সাথে কেসিসি কর্মকর্তাদের আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:১৮ এ.এম | ০৭ এপ্রিল ২০২৫


জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডব্লিউ)-এর প্রতিনিধি দলের সাথে কেসিসি কর্মকর্তাদের এক প্রারম্ভিক আলোচনা সভা রোববার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) লস্কার তাজুল ইসলাম। সভায় প্রকল্প বাস্তবায়নের বিষয়ে গৃহীত কর্মপরিকল্পনা ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। 
উলে­খ্য, জার্মান ভিত্তিক দাতা সংস্থা কেএফডব্লিউ এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এ প্রকল্পের আওতায় কেডিএ বাইপাস রোড, দৌলতপুর থেকে শহর রক্ষা বাঁধ নির্মাণ, আলুতলা ও লবনচরায় স্লুইচগেট নির্মাণসহ পাম্প হাউজ স্থাপন, নগরীতে বিদ্যমান ২৩টি পুকুর সংস্কার ও পাড় বাঁধাই, নিরালা ও বাস্তুহারা খালের পাড় বাঁধাই, রূপসা রিভার ভিউপার্ক নির্মাণ ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হবে। 
এতদাঞ্চলে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব বিবেচনায় রেখে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণের বিষয়ে সর্বাধিক গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে বলে সভায় জানানো হয়। এছাড়া প্রকল্পের টেকসই নিশ্চিতকল্পে সম্ভব সব ধরণের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত করার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।  
কেএফডব্লিউ’র টীম লিডার ড. অসিত মোহান্তি, প্রতিনিধি লুকাস মার্স, পিটার রুনি ও তৌহিদুর রহমান, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, চিফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনিচুজ্জামান ও শেখ মোঃ মাদুস করিম, আর্কিটেক্ট রেজবিনা খানম, ক্লাইমেট চেঞ্জ এ্যাডাপটেড আরবান ডেভেলপমেন্ট (সিসিএইউডি)-এর ডেপুটি টীম লিডার মোঃ আব্দুল মান্নান, প্রোকিউরমেন্ট স্পেশালিস্ট প্রকৌশলী মোঃ আজিজুর রহমান, ড্রেনেজ প্রকৌশলী মোঃ দরিব উদ্দিন, স্ট্রাকচারাল প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, জিআইএস অফিসার ফেরদাউস হুসাইন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। 
পরে প্রতিনিধি দলের সদস্যগণ প্রকল্প বাস্তবায়নের স্থানসমূহ সরেজমিন পরিদর্শন করেন। 

্রিন্ট

আরও সংবদ