খুলনা | মঙ্গলবার | ০৮ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১

ঝিকরগাছার বৃদ্ধ ভ্যানচালক ইকরার হত্যা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:২৩ এ.এম | ০৭ এপ্রিল ২০২৫


যশোরের ঝিকরগাছার কৃত্তিপুর গ্রামের ভ্যানচালক বৃদ্ধ ইকরাম হোসেন ইকরাদ হত্যা মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়ে যশোরের পিবিআই। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় আটক মিজানুর রহমানের অব্যহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকার কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক শ্যমল কুমার দত্ত।
অভিযুক্ত আসামিরা হলো, ঝিকরগাছার গদখালি গ্রামের পটুয়াপাড়ার আলেক সরদারের ছেলে সজীব, মোবারকপুর গ্রামের হাসপাতাল রোডের আয়নাল হোসেনের ছেলে ইমন হোসেন ওরফে ইমন, সাতক্ষীরা তালার ধলবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার হযরত আলীর ছেলে ওয়াসিম সরদার ওরফে রাজু ওরফে অসিম সরদার ও পাটকেলঘাটার নোয়াকাঠি গ্রামের মতলেব আলী সরদারের ছেলে আলমগীর সরদার।
মামলার অভিযোগে জানা গেছ, বৃদ্ধ ইকরাম হোসেন গরু পালনসহ ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি ঝিরগাছার কৃত্তিপুর গ্রামে স্বামী পরিত্যক্ত মেয়ের বাড়িতে একাই বসবাস করতেন। ২০২১ সালের ১৯ জুলাই তিনি একটি গরু ৫৯ হাজার টাকায় বিক্রি করেন। পরদিন রাতে তিনি বাড়ির পাশের মোড় থেকে চা খেয়ে বাড়ি যান। পরদিন বিকেলে বাড়ির পাশে কলাবাগানে হাত-পা বাধা মৃত অবস্থায় বৃদ্ধ ইকরাম হোসেনের লাশ পাওয়া যায়। এ ব্যাপার নিহতের মেয়ে শ্রীরামপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী সালমা খাতুন বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআই তদন্তের দায়িত্ব পায়। 
তদন্ত সূত্রে জানা গেছে, আসামিরা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য।  ২০২১ সালের ২০ জুলাই দিবগত রাতে তারা বৃদ্ধ ইকরামুলের বাড়িতে ইঞ্জিন চালিত ভ্যানচুরির উদ্যেশে যায়। ভ্যান নিয়ে যাওয়ার সময় বৃদ্ধ ইকরামুল টের পেয়ে চোরেদের বাধা দেয়। এ সময় তারা ইকরামুলকে ধরে গায়ের জামা খুলে হাত ও মুখ বেধে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশের কলা বাগানের মধ্যে ফেলে রেখে যায়।
এ মামলার তদন্তকালে আটক আসামিদের দেয়া জবানবন্দি ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকায় ওই ৪ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত সকল আসামিকে আটক দেখানো হয়েছে। 

্রিন্ট

আরও সংবদ