খুলনা | সোমবার | ০৭ এপ্রিল ২০২৫ | ২৪ চৈত্র ১৪৩১

গাজায় গণহত্যা বন্ধে বৈশ্বিক হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল আজ : বিভিন্ন রাজনৈতিক দলের মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি |
০২:১৪ এ.এম | ০৭ এপ্রিল ২০২৫


আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় শিববাড়ি মোড়ে সর্বদলীয় ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিল সফলে রোববার রাত ৯টায় আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে ফিলিস্তিনের গাজায় ইসরাইলী বাহিনীর বর্বরোচিত গণহত্যা বন্ধের দাবিতে খুলনার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আয়োজিত মতবিনিময় সভা মহানগর সভাপতি মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। 
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি’র মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক এ এফ এম নাজমুস সাউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি শরিফ সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ শহিদুল ইসলাম, খেলাফত মজলিস নগর সাধারণ সম্পাদক এড. মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ গণঅধিকার পরিষদ মোঃ বিল্লাল হোসেন, জমিয়াত খুলনা মহানগরের সদস্য সচিব মুফতী জাকির হুসাইন, ফারহাদ হাসান রাজ, ইয়াছিন গাজী, গোলাম মোস্তফা, সাব্বির রহমান শুভ, মোঃ সাদিকুর রহমান, মোঃ ইমরান হোসেন মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ সাইফুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম কাবির, মোঃ আব্দুর রশিদ, মোঃ মাহদী হাসান মুন্না প্রমুখ ।
সভায় নেতৃবৃন্দ বলেন, জায়নবাদী ইহুদী-নাসারা, সাম্রাজ্যবাদী অপশক্তি ইসরাইল কর্তৃক নির্মম হত্যাযজ্ঞে পুণ্যভূমি ফিলিস্তিনের গাজা এক বীভৎস মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তাদের বর্বরোচিত হামলায় প্রতিনিয়ত মুসলিম নারী, শিশুসহ অসংখ্য মুসলমান শাহাদাৎবরণ করছেন। 
নেতৃবৃন্দ আরও বলেন, বিশ্ব ইতিহাসে নজিরবিহীন মানবতাবিরোধী এমন জঘন্যতম হত্যাযজ্ঞেও জাতিসংঘ, ওআইসি, আরবলীগসহ বিশ্বসভার নিরবতায় মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

্রিন্ট

আরও সংবদ