খুলনা | বুধবার | ০৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১

পাইকগাছায় উপ সচিবের ড্রাইভার ও তার ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

পাইকগাছা প্রতিনিধি |
১১:৪৭ পি.এম | ০৭ এপ্রিল ২০২৫


ঘর বাড়িতে হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে পাইকগাছা প্রেসক্লাবে এক উপ-সচিবের গাড়ি চালক তার সহোদরসহ কয়েক ব্যক্তির বিরুদ্ধে সোমবার সকালে সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার গদাইপুর গ্রামের শহিদুল ইসলাম সরদারের ছেলে আল আমিন সরদার অভিযোগ করেন গদাইপুর গ্রামের ওয়াজেদ আলী মলি­কের ছেলে সুমন মলি­ক পেশাগত ভাবে জনৈক উপ সচিব আরিফুল কায়সারের গাড়ি চালক। সুমন এবং তার ভাই পিয়ার আলী মলি­ক উপ সচিবের নাম ভাঙিয়ে এলাকায় আওয়ামী লীগের লোকজনকে ঐক্যবদ্ধ করার পায়তারা করে আসছে। সুমন সচিবের ড্রাইভার এবং তার ভাই পিয়ার আলী সচিবের পিএ পরিচয়ে আওয়ামী লীগের সাবেক এমপি’র ভয় দেখিয়ে আওয়ামী লীগের আমলে এলাকার মানুষকে নানাভাবে অত্যাচার এবং হয়রানি করেছে। বর্তমানে তারা আওয়ামী লীগ বিরোধী লোকজনকে সায়েস্তা করার পরিকল্পনা করেছে। যার অংশ হিসেবে তাদের সহযোগিতায় মোশাররফ গাজী, রাসেল মলি­ক ও সায়ফান গাইনসহ এলাকার কতিপয় লোকজন গত ৪ এপ্রিল দুপুরে আমার এবং মৃত আকবর গাজীর পুত্র নাহিদ গাজীর ঘর বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এর আগে তারা আওয়ামী লীগের আমলে মঠবাটী গ্রামের জুয়েল, সোবহান ও ইউসুফ সরদারসহ অনেকের জায়গা জমি দখল করেছে এবং নুরুজ্জামান গাজীর ছেলে সোহান গাজীসহ অনেকের কাছ থেকে চাকুরি দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। সুমন ও পিয়ার আলী মলি­ক এলাকায় এসে যাতে আওয়ামী লীগ দোসরদের ঐক্যবদ্ধ এবং প্রভাব বিস্তারসহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে না পারে এজন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আল আমিন।

 

্রিন্ট

আরও সংবদ