খুলনা | বুধবার | ০৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১

কয়রায় এনসিপিকে বিতর্কিত করার মিশনে একটি সিন্ডিকেট

কয়রা প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ০৭ এপ্রিল ২০২৫


বর্তমান প্রেক্ষাপটকে বিতর্কিত করার হীন মানসিকতায় কয়য়রায় একটি কুচক্রী মহল এনসিপির ব্যানারে ইফতারের নামে চাঁদাবাজি শিরোনামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক গোলাম রব্বানী ও আঃ রউফের নামে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়েছেন স্থানীয় জনসাধারণ। তারা বলছেন, ইফতার পার্টির মতো একটি ধর্মীয় কর্মকান্ডকে পুঁজি করে যারা ফায়দা লোটার চেষ্টা করছে তারা আর যাই হোক কোনোভাবে ভালো লোক হতে পারে না। অপপ্রচারের নিন্দা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। 
মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দল­াহ আল মাহমুদ ও আমাদি ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জানান কেউ তাদের কাছে কোনো প্রকার চাঁদা দাবি করেনি এবং তারা রউফ কিংবা রব্বানীকে কোনো টাকা দেননি। জিয়াউর রহমান বলেন, আমি বিস্মিত, তাদের বিরুদ্ধে কোনো কথা না বললেও আমাকে উদ্ধৃত করে সংবাদ দেখে। রউফ এবং রব্বানী সমাজের জন্য কাজ করছে। তাদের নামে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মহারাজপুর ইউপি চেয়ারম্যান মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে রউফ ও রব্বানীর নামে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে”। আমার কাছে কেউ কোনো চাঁদা চায়নি এবং আমি কাউকে কোনো টাকা দেইনি। যারা এই ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার করছে তাদের উদ্দেশ্য  এলাকায় অস্থিরতা তৈরি করা। ‘স্থানীয় সচেতন মহল মনে করছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী এ ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। এদিকে মিথ্যা সংবাদ প্রকাশে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

্রিন্ট

আরও সংবদ