খুলনা | বুধবার | ০৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১

শ্যামনগরে মাটি কাটা নিয়ে হামলায় নারী আহত

শ্যামনগর প্রতিনিধি |
১১:৪৮ পি.এম | ০৭ এপ্রিল ২০২৫


শ্যামনগরের আটুলিয়ার হাওয়াল ভাঙ্গী গ্রামে পুকুরের মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধে প্রতিপক্ষের হামলায় এক নারী মারাত্মক আহত হয়েছেন। আহত জরিনা খাতুন (৫৭) স্থানীয় ইসমাইল পাড়ের স্ত্রী। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভর্তি করেছে। 
কন্যা সাজিদা খাতুন থানায় লিখিত অভিযোগে জানান, সোমবার হাওয়াল ভাঙ্গী গ্রামের রহমান আলী গাইনের পুত্র সোহরাব আলী গাইন ও আলী গাইনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন জরিনা খাতুনকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত করে। বাড়ীর পুকুরের মাটি কেটে চারপাশের পাড় মেরামত করার সময় তারা এ হামলা চালায়। মেয়ে শাবানা আক্তার (৩৭) তাদের কবল হতে মাকে উদ্ধার করতে গেলে তাকেও এলোপাতাড়ী চড়, থাপ্পড়, কিল, ঘুষি ও লাথি মারে। তারা পরনের কাপড় চোপড় ধরে টানা হেচড়া করে শ্লীলতাহানীসহ বিভিন্ন হুমকি প্রদর্শন করে। শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ