খুলনা | বুধবার | ০৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১

প্রেসক্লাবে মতবিনিময়কালে কৃষিবিদ শামীম

জাতির ও দেশের কল্যাণে কাজ করছে সাংবাদিকরা

চুলকাঠি (বাগেরহাট) প্রতিনিধি |
১১:৪৯ পি.এম | ০৭ এপ্রিল ২০২৫


বাগেরহাটের চুলকাঠি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ পুনর্মিলনী ও সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় বিএনপি’র গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ চুলকাঠি বাজার ব্যবসায়ীদের সাথেও তিনি মতবিনিময় করেন।
চুলকাঠি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে ও মিজানুর রহমান মিঠুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য কৃষিবিদ শামীম পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন সাংবাদিকরা আর্ত মানবতার চ্যালেঞ্জ নিয়ে জাতির ও দেশের কল্যাণে কাজ করছে। তিনি চুলকাঠি প্রেসক্লাবকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহŸান জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ঢালী, যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, নির্বাহী সদস্য জিএম মিজানুর রহমান, মেহেদী হাসান, অমিতকর বিলাস, মজনু শেখ, শৈশব, খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল ফকির প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামপাল উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ হাফিজুর রহমান তুহিন, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও চুলকাঠি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিরানুজ্জামান মিরন, চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ হানিফ শিকদার, রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক হাসান আল মামুন বাপ্পি, চুলকাঠি বনিক সমিতির সভাপতি আব্দুর কুদ্দুস শেখ, সাংগঠনিক সম্পাদক শওকাত হাওলাদার প্রমুখ।  

্রিন্ট

আরও সংবদ