খুলনা | বুধবার | ০৯ এপ্রিল ২০২৫ | ২৬ চৈত্র ১৪৩১

দু’দিনে পুলিশের অভিযান

ডুমুরিয়ায় ৫ গরুসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক, পিকআপ জব্দ

ডুমুরিয়া প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ০৭ এপ্রিল ২০২৫


ডুমুরিয়ায় গত দু’দিনে পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এসময়ে বিভিন্ন এলাকা থেকে চুরিকৃত ৫টি গরু উদ্ধার করা হয়। এছাড়া চুরিকাজে ব্যবহৃত ১টি পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো ন-১৬-২৪৫২), ১টি গ্রিলকাটার ও একটি বড় হাসুয়া জব্ধ করে। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৬ জনের নামসহ অজ্ঞাত ৩/৪জনের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করেছেন। 
গত রোববার দুপুরে ডুমুরিয়া থানায় প্রেস ব্রিফিংয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা এতথ্য জানিয়েছেন। আটক চোরেরা হলো বাগেরহাট সদরের দশানী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে মোঃ জুয়েল হাওলাদার (৩২), রূপসার নৈহাটি গ্রামের হাবিব শেখের ছেলে সালমান শেখ(১৯), মোল­াহাটের কোদালিয়া গ্রামের ইবুল শেখের ছেলে রাসেল শেখ(২৬) ও একই উপজেলার কাহালপুর গ্রামের সাহেবআলীর ছেলে মোঃ ইকবাল হোসেন (২৭)।
পুলিশ জানায়, শনিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকার মতিউর রহমানের একটি গরু চুরি করে পিক-আপে তুলে খুলনার দিকে পালাচ্ছিলো। খবর পেয়ে পুলিশ ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে থেকে চোরদের পিকআপ আটকানোর চেষ্টা করে। চোরদের গাড়িতে খালি বেশ কিছু তেলের ড্রাম ছিলো। সেই ড্রাম পুলিশের দিকে তারা নিক্ষেপ করছিলো। পুলিশের এসআই মিজানুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে গাড়ির পিছু নেয়। পথে বিভিন্ন জায়গায় পুলিশের উপর ড্রাম নিক্ষেপ করে প্রতিরোধ করার চেষ্টা করে চোরেরা। পুলিশের ধাওয়া খেয়ে পিক-আপটি গুটুদিয়া ওয়াপদা মাথা হয়ে শলুয়া বাজার দিয়ে বাইবাস রোড হয়ে আড়ংঘাটা, কৈয়া, হরিনটানা হয়ে রাজবাঁধ এলাকায় জনৈক আরিফের চায়ের দোকানের সামনে পৌঁছালে ১টি গরুসহ ৩ চোরকে পুলিশ জনগণের সহায়তায় আটক করে। এসময়ে ফকিরহাটের ইমদাদ নামের এক চোর পালিয়ে যায়। পুলিশ পিকআপ গাড়িটি জব্দ করে। পরে ধৃত চোরের স্বীকারোক্তি মোতাবেক থানা তদন্ত ওসি মোঃ আক্তারুজ্জামান লিটনের নেতৃত্বে গভীর রাত পর্যন্ত একটি টিম মোল­াহাট এলাকায় অভিযান চালায়। সেখান থেকে চোর সিন্ডিকেটের অন্যতম সদস্য মোল­ারহাটের কাহালপুর এলাকার কসাই ইকবাল হোসেনকে আটক করে। তার স্বীকারোক্তিতে একই গ্রামের কসাই হুমায়ুন মীরের বাড়ি থেকে বিভিন্ন এলাকা থেকে চুরিকৃত বিভিন্ন সাইজের আরো ৪টি গরু উদ্ধার করে পুলিশ। তবে হুমায়ুন পুলিশের উপস্থিতি বুঝতে পেরে বাড়ি থেকে সরে পড়ে। আন্তঃজেলা চোরেরা খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোরসহ আশপাশ এলাকায় চুরিকৃত গরু কসাই হুমায়ুন মীর ও ইকবাল কসাইয়ে নিকট বিক্রি করে আসছে বলে ওসি জানান।

্রিন্ট

আরও সংবদ