খুলনা | শনিবার | ১২ এপ্রিল ২০২৫ | ২৮ চৈত্র ১৪৩১

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ

খবর ডেস্ক |
১২:২৪ এ.এম | ০৮ এপ্রিল ২০২৫


ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে গতকাল সোমবার সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের জনগণ। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
সাতক্ষীরা : বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও উপকূলীয় যুবরা। বেলা ১১টায় শিক্ষার্থী-জনতার ব্যানারে শহরের খুলনা রোড মোড়স্থ শহিদ আসিফ চত্ত¡র থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে  অগ্রসর হয়ে নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন তারা। 
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, নারী-শিশুসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এক নির্মম গণহত্যার বাস্তবচিত্র। বিশ্বের বিবেকবান মানুষদের এই বর্বর ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহŸান জানিয়ে বক্তারা আরো বলেন, গণহত্যার জন্য ইসরাইল ও নেতানিয়াহু সরকারের বিচার করতে হবে। একই সাথে ইসরায়েলের সকল পণ্য বয়কট করতে হবে। সৌদি আরবসহ বিশ্বের সকল মুসলিম দেশগুলোকে এক হয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র পুনঃগঠনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসরাইলকে তার উপযুক্ত জবাব দিতে হবে।
বিক্ষোভ সমাবেশ থেকে জাতিসংঘসহ সকল রাষ্ট্রকে অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহŸান জানানো হয়। এসময় বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারি হাজার হাজার জনগণ ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এদিকে শ্যামনগর উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির সহযোগিতায় পৃথক প্রতিবাদ ধর্মঘট ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম। উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ যমুনা শ্রীম্প হ্যাচারির সামনে গিয়ে ধর্মঘটে যোগ দেয়।
ধর্মঘটে যুব জলবায়ু যোদ্ধা স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় অংশ নেন লেখক ও গবেষক পাভেল পার্থ, উন্নয়নকর্মী সৈয়দ আলী বিশ্বাস, নগর বিশেষজ্ঞ মোঃ জাহাঙ্গীর আলম, এনজিও কর্মী রামকৃষ্ণ জোয়ারদার, গাজী মাহিদা মিজান, সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান প্রমুখ।
সাতক্ষীরা জামায়াত : বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দলে কেন্দ্রীয় শূরা সদস্য জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আজিজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল­াহ। এছাড়া বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুখ, শহর শিবিরের সভাপতি আল মামুন, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম ও সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম প্রমুখ। সমাবেশে সভাপতির বক্তৃতায় জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এটি কোন মুসলিম দেশ সহ্য করতে পারে না। এই হামলা বন্ধ করতে বিশ্বের সকল দেশের মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিবাদ করতে হবে।
বাগেরহাট : বিকেলে  শহরের দশানি ট্রাফিক মোড়ে পথসভার পর জামায়াতের হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ প্রদক্ষিণ শেষে বাগেরহাট জজকোর্টের সামনে এসে কর্মসূচি সমাপ্ত করে। বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতা কর্মী ফিলিস্তিনের পতাকা ও ফিলিস্তিনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ সম্বলিত বিভিন্ন প্লাকার্ড সহকারে অংশগ্রহণ করে। মিছিল  চলাকালীন সময়ে শহরের চতুর্পাশে রাস্তাঘাট লোকে লোকারণ্য হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীদের তাকবীর ধ্বনি ও প্রতিবাদী শ্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়। কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির  মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে মিছিলে জেলা নায়েবে আমির এড. শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারী শেখ মোহাম্মদ ইউনূস, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মলি­ক, এড. মোস্তাইন বিল­াহ, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, সদর উপজেলা জামায়াতের আমির ফেরদৌস আলী, শহর আমির শামীম আহসানসহ নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কচুয়া : দুপুরে উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।মিছিল শেষ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, আর এম আকাশ, রাকিব শেখ, লিমন শেখ, লিংকন, আব্দুল­াহ ছাদ, আরমান, রাকিব তালুকদার, উৎসব দাস, সাকিব, ফাহাদ, রিমন, সিয়াম প্রমুখ। বিক্ষোভে অংশগ্রহণকারীদের ইসরাইল বিরোধী শ্লোগানে মুখর উত্তাল হয়ে ওঠে পুরো কচুয়া। তারা ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই, ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চায়, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, ইসরাইলের বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন চাই, নেতানিয়াহুর বিরুদ্ধে ডাইরেক্ট এ্যাকশন চাই’সহ নানা প্রতিবাদী শ্লোগান দেন। স্থানীয় একাধিক স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, মসজিদের ইমাম, ব্যবসায়ী ও সাধারণ জনগণ এ কর্মসূচিতে অংশ নেন।
রূপসা : জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বাদ আছর উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল উপজেলা সদর হয়ে নতুনহাট বাজার মোড়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। জামায়াতের উপজেলা শাখার আমির মাওলানা লবিবুল ইসলামের সভাপতিত্বে সেক্রেটারি হাবিবুল­াহ ইমনের পরিচালনায় বক্তৃতা করেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, মাওলানা হেকমত আলী, ডাঃ রেজাউল কবির খান, প্রভাষক আসাদুজ্জামান আসাদ, হাফেজ ক্বারী মাওলানা মামুনুর রশীদ, মোঃ সাইফুল ইসলাম, সেলিম রেজা, মাওলানা হেদায়েত উল­াহ, মাওলানা মোঃ আব্দুল­াহ, হাফেজ মাওলানা গোলাম রসুল, হাফেজ মোঃ সাইফুল ইসলাম, হাফেজ রবিউল ইসলাম, মাওলানা মোঃ আনিছুর রহমান, মোঃ সেলিম আজাদ, মোঃ মনিরুল ইসলাম, নাসিম ফরাজী, জসিম উদ্দিন, আব্দুল গাফফার, মোঃ হুমায়ুন কবির, ডাক্তার সাইফুল ইসলাম, আবু জাফর, আল আমিন। সমাবেশে বক্তারা, অবিলম্বে যুদ্ধবিরতি বন্ধ  করে বর্বরচিত হামলার তীব্র নিন্দা জানান।  অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বক্তারা ইসরাইলি পণ্য বয়কটের জন্য আহŸান জানান।
ফুলতলা : উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে বাসষ্ট্যান্ড চত্বরে উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আঃ আলিম মোল­ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ গাওসুল আযম হাদি, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলী আকবর মোড়ল, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ শেখ ওবায়দুল­াহ, সেক্রেটারী মাওঃ সাইফুল হাসান খান, জামায়াত নেতা শেখ আলাউদ্দিন, ড. মাওঃ আজিজুল হক, জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক মোঃ হুসাইন আহমেদ, উপজেলা শিবির সভাপতি আঃ রহিম খান, জামায়াত নেতা ইঞ্জিঃ সাব্বির আহমদ, মাষ্টার মফিজুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম মোল­া, মাওঃ মোস্তাফিজুর রহমান, হাফেজ আলামিন গাজী, যুবনেতা মোঃ হাবিব বিশ্বাস, জুলহাস আহমেদ প্রমুখ। এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মোঃ সজিবুজ্জামান রাহুল এর নেতৃত্বে অনুরূপ এক মিছিল অনুষ্ঠিত হয়। অপরদিকে, স্বেচ্ছাসেবী ফোরাম ফুলতলা উদ্যোগে ইসরাইলের পণ্য বর্জনের ডাক দিয়ে ফেস্টুন, প্লাজনে বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোশতাক আহমাদ। সেক্রেটারী মুফতি আঃ কাইয়ুম জমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন মাওঃ জাকারিয়া শেখ, মাওঃ আবুল হাসান, মাওঃ তৌফিকুর রহমান, হাফেজ আতাউল­াহ, আব্দুল মালেক, হাফেজ ওহিদুজ্জামান, মাওঃ ইলিয়াজ হোসেন, মাওঃ আমিরুল ইসলাম, হাফেজ মোস্তাফিজুর রহমান, মাওঃ খলিলুর রহমান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, এড. আলমগীর হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন হযরত মাওঃ মুফতি শহিদুল ইসলাম। বক্তারা বলেন, মুসলিম উম্মাহকে গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং বিশ্ব স¤প্রদায়কে ইসরায়েলের এই নৃশংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।’ অপরদিকে জামায়াতে ইসলামের উদ্যোগে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। পরে বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্যদেন উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা মুখতার হোসেন, নায়েবে আমীর মাওঃ হাবিবুর রহমান, শেখ মোসলেম উদ্দিন, হাফেজ মঈন উদ্দিন প্রমুখ।     
কেশবপুর :  বিকেলে উপজেলার সর্বস্তরের উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে ওই মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি শহরের পাবলিক ময়দান থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ত্রিমোহিনী মোড়ে এসে শেষ হয়। এর আগে পাবলিক ময়দানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, জামায়াতের পেশাজীবী বিভাগের সভাপতি এড. ওজিয়ার রহমান, মানব ও সমাজকল্যাণ বিষয়ক স¤পাদক কৃষিবিদ অধ্যাপক তাজাম্মুল ইসলাম দিপু, প্রভাষক তবিবুর রহমান, উলামা পরিষদের সাধারণ স¤পাদক মুফতি হাবিবুল­াহ, মাওলানা জামাল উদ্দীন, খান কামরুজ্জামান, মাওলানা আসাদুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাশফি চৌধুরী অরিন, সম্রাট হোসেন প্রমুখ। সভায় বক্তারা ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানান। এ ছাড়া ফিলিস্তিনের সকল পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়।
তালা : যোহর নামাজ বাদ আলেম-উলামা সহ সচেতন মুসলিম সমাজের আয়োজনে উপশহরের বিক্ষোভ মিছিল শেষে তিনরাস্তার মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম ও তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা মুহাঃ তাওহীদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক শিক্ষক শেখ ফরিদউদ্দীন আহমেদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওমর ফারুক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাওলানা আসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ আকবর হোসেন, তালা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান মিঠু, তালা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক কাজী জীবন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক মুসল­ী উপস্থিত ছিলেন।
পাটকেলঘাটা : সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিকেলে বিক্ষোভ মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড় এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে মাওলানা ইমরান হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাটকেলঘাটা সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মনিরুল হক। আরও বক্তব্য রাখেন মাওলানা মইনুদ্দিন বুখারী, মাওলানা সাইফুল­াহ, মাওলানা হুমায়ুন কবির, হাফেজ শাহ আলম, ছাত্রনেতা আব্দুল­াহ, মাওলানা রেজাউল করিম, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : বিক্ষোভ মিছিল করেছেন তৌহিদী ছাত্র-জনতা। এ সময় ইসরাইলি পণ্য বয়কটে শহরের ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়। বিকেলে শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে এ মিছিল শুরু হয়ে পুরাতন বাজার হয়ে একই স্থানে এসে মিছিল শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে গাজা বাঁচাও, ইসরায়েলের গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই এমন নানা স্লোগানে মুখর করে তোলে শহর। মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, মেহেদী হাসান বাবু, মো. জুয়েল রানা, তারেকুজ্জামান টিপু, রিয়াদ আহাম্মেদ, হাফেজ আবু হুরাইরা, তৌহিদুল ইসলাম তৌহিদ, হুসাইন আহাম্মেদ, তাজুল ইসলামসহ অন্যান্যরা।
পাইকগাছা :  বেলা ১১ টায় পাইকগাছা সরকারি কলেজের সামনে থেকে ছাত্র-জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের নয়ন, শিবিরের তামিম রায়হান, আল মামুন, পৌরসভা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম ওরিন, শামীম আহমেদ, জিনারুল ইসলাম, আল শাহরিয়ার রুম্মান, সাইফুল­াহ গাজী, রায়হান হোসেন, শাহাজাহান হোসেন তামিম, একরামুল হোসেন, জাকির হোসেন, আরাফাত হোসেন, আরাফাত গাজী, শিহাব, ফয়সাল, নাঈম, আব্দুল খালেক, সাইফুল­াহ নয়ন, কাজী তানভীর হোসেন, সিজান, আব্দুস সামাদ, আরিফুল ইসলাম, তানভীর, সাদমান, লাবিব, তাসকিরুল সাকিব। পৌর বিএনপি’র যুগ্ম-আহবায়ক সেলিম রেজা লাকি ও আবুল হোসেন, জামিনুর রহমান রানা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। 
পাইকগাছা জামায়াত : বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। বিকালে থানা জামে মসজিদ থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্ট গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। উপজেলা আমীর মাওলানা সাঈদুর রহমান-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, কাজী তমজিদ আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বুলবুল আহমেদ, পৌর আমীর ডাঃ জিএম আসাদুল হক, সেক্রেটারি মিজানুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা কামাল হোসেন, জামায়াত নেতা এডভোকেট আব্দুল মজিদ, সম আব্দুল­াহ আল মামুন, মোহাম্মদ শফিয়ার রহমান, মাওলানা আব্দুল মজিদ, প্রভাষক আব্দুল মোমিন, মুজাহিদুল ইসলাম, শিবির নেতা তামিম রায়হান ও আল মামুন। 
অভয়নগর : বিকেলে নওয়াপাড়া স্টেশন বাজার সংলগ্ন এলাকায় জামায়াতে ইসলামী উপজেলা শাখা নেতৃত্বে একটি বিশাল মিছিল ও আলোচনা সভা হয়। সভায় অধ্যাপক সরদার শরিফ হোসাইন (উপজেলা আমীর), এস এম মহিউল ইসলাম (উপজেলা সেক্রেটারি), পৌর আমির আলতাফ হোসাইন, পৌর যুব বিভাগ সভাপতি মাসুম বিল­াহ, সেক্রেটারি আরিফুল ইসলাম, চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি ইউনুস আকুঞ্জি এবং উপজেলা শাখা লিগ্যাল এইড বিষয়ক সম্পাদক শরীফ বেলালসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 
বটিয়াঘাটা : সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বিকালে বাজার চত্বর থেকে বাসস্টান্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন থানা নায়েবে আমির হাফেজ মাওলানা আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাহবুব হোসেন মিলন, আব্দুল কাদের গাজী, হাফেজ ওমর ফারুক, ইমরান আহম্মদ, আব্দুস সামাদ, কাজী মহিবুল­াহ, ইস্টার্ন মসজিদ ইমাম মাওলানা মিসবাহুর রহমান, থানা মসজিদের ইমাম জাহিদুর রহমান। এসময় বিভিন্ন মসজিদ থেকে আগত মুসলি­গণ উপস্থিত ছিলেন। 
দেবহাটা : নোঙর ফাউন্ডেশনের আয়োজনে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভা বিকালে নাংলা ও খানজিয়া বাজরে অনুষ্ঠিত হয়। জিএম আহসানউল­াহর পরিচালনায় লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভা বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা মুহিবুল্যাহ, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ আশরাফুল ইসলাম, বেলাল হোসেন ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুল কাদের, সহ-সভাপতি নাজমুল হোসাইন সহ অন্যান্যরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহিয়ান হক, হাফেজ আজমির হোসাইন, কুতুব উদ্দীন, আহসান উল­াহ, সাব্বির বিশ্বাস, ইমরান, রায়হান, রাহাবার প্রমূখ।
এদিকে ছাত্র জনতার আয়োজনে ফিলিস্তিনে ইসরায়েলি গনহত্যা ও নৃশংস হামলার প্রতিবাদে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরুতে মিছিলটি পারুলিয়া বাসস্টান্ড চত্বর থেকে শুরু হয়ে পারুলিয়া ও সখিপুর বাজার প্রদক্ষিণ করে। পরে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নেতা ক্বারী ফজলুল হক আমিনী, সখিপুর বাজার জামে মসজিদের ইমাম কামরুজ্জামান সাঈদী, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, ঢাকা উত্তর ছাত্রদলের নেতা আনোয়ার সজল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা শাখার আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ ও সদস্য সচিব আব্দুল­াহ, সখিপুর কেবিএ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক রাকিব হোসেন, কেবিএ সরকারি কলেজ ছাত্রদলের আমান্লু­াহ আমান, রাজু হোসেন রানা, আরাফাত হোসেন, ওমর ফারুক, রাকিবুল হোসেন রাকিব, ইব্রাহিম হোসেন সোহাগ,   শরিফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। 
আশাশুনি (সাতক্ষীরা): দুপুর ১২ টায় উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ আনায়ারুল হক, সাবেক সেক্রেটারী আলমগীর হোসেন পিন্টু, সহকারী সেক্রেটারী ডাঃ রোকনুজ্জামান প্রমুখ।
এদিকে উপজেলার বুধহাটা করিম মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজার ও কুল্যার মোড়  হয়ে করিম মার্কেটে এসে পথ সভায় মিলিত হয়। মোঃ আবু হুরায়রার সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এড. শহীদুল ইসলাম, মুফতি বেলাল বিন রফিক, মোঃ আরিফুল ইসলাম, মাওলানা জাকির হোসেন প্রমুখ।

 

্রিন্ট

আরও সংবদ