খুলনা | বৃহস্পতিবার | ১৭ এপ্রিল ২০২৫ | ৪ বৈশাখ ১৪৩২

ডুমুরিয়ায় ৪ মাদকসেবীর ৩ মাস করে সাজা

ডুমুরিয়া প্রতিনিধি |
১২:৫৬ এ.এম | ০৯ এপ্রিল ২০২৫


ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীকে ৩ মাস করে সাজা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আল আমিন এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার বসুন্দিয়া এলাকা থেকে রমেশ মন্ডলের ছেলে গৌতম মন্ডল ও আশরাফ মোল­ার ছেলে আজমল হোসেন কে ১ পুরিয়া গাঁজাসহ আটক করে। অপর দিকে মাগুরাঘোনার কাঞ্চনপুর এলাকার সাহেব আলী গাজীর ছেলে রাকিব হাসান ও তার সহযোগী মোমিন গাজীর ছেলে রমজান আলীকে ১ পিস ইয়াবাসহ আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাস করে সাজা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা পুলিশের এসআই রেজাউল করিম ও তার সঙ্গীয় ফোর্স।
 

্রিন্ট

আরও সংবদ