খুলনা | বৃহস্পতিবার | ১৭ এপ্রিল ২০২৫ | ৪ বৈশাখ ১৪৩২

রূপসায় ২ রাউন্ড তাজা বুলেট ও ইয়াবাসহ যুবক গ্রেফতার

রূপসা প্রতিনিধি |
১২:৫৮ এ.এম | ০৯ এপ্রিল ২০২৫


রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নিকলাপুর এলাকায় অভিযান চালিয়ে থানা পুলিশ এক যুবককে ১৫ পিস ইয়াবা ও ২ রাউন্ড তাজা গুলিসহ আটক করেছে।  থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে  নিকলাপুর এলাকার জনৈক জাফরের মিলের মধ্যে অভিযান চালায়। এ সময় রামনগর গ্রামের গোলাম হোসেনের পুত্র তাজুল হোসেন (২৫) কে পুলিশ আটক করে। পরে তার কাছে থাকা ২ রাউন্ড পিস্তলের তাজা গুলি এবং ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  এ ব্যাপারে রূপসা থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য আইনের দু’টি মামলা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ