খুলনা | বৃহস্পতিবার | ১৭ এপ্রিল ২০২৫ | ৪ বৈশাখ ১৪৩২

নগরীতে ফাঁকা কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে গ্যারেজ মালিক ও মিস্ত্রি দগ্ধ

নিজস্ব প্রতিবেদক |
০২:৩০ এ.এম | ০৯ এপ্রিল ২০২৫


মহানগরীর ট্রাক স্ট্যান্ড কাঁচা বাজার এলাকার সুমন মটরস গ্যারেজে ফাঁকা কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে দুইজন গ্যারেজ মিস্ত্রি দগ্ধ হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার আনুমানিক দুপুর ১টা ৪০ মিনিটের সময় গ্যারেজের সামনে ফাঁকা কেমিক্যাল ড্রামের মুখ গ্যাস কাটার মাধ্যমে খুলতে গেলে হঠাৎ ড্রামটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে গ্যারেজ মালিক সুমন (৪৫), মিস্ত্রি মোঃ হৃদয় (৩৫), মারাত্মকভাবে দগ্ধ হন। বিস্ফোরণের ফলে দু’জনেরই ডান পায়ের হাঁটুর নিচের অংশ দগ্ধ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তাদের হাসপাতালের সার্জারি-০২ বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
 

্রিন্ট

আরও সংবদ