খুলনা | বৃহস্পতিবার | ১৭ এপ্রিল ২০২৫ | ৪ বৈশাখ ১৪৩২

রূপসায় ১১ জুয়াড়ির কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক |
০২:৩৩ এ.এম | ০৯ এপ্রিল ২০২৫


খুলনার রূপসা উপজেলার ঘাটভোগে গোয়ালবাড়ি চর এলাকার অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে বিএনপি নেতা আল আমিন লস্কর ও ছেলে রাহিদ হাসান লস্কর (রবিউল) সহ ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জুয়াড়িদেরকে জেল ও জরিমানা প্রদান করা হয়। গত সোমবার এ আদালত পরিচালনা করেন রূপসার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী। 
ভ্রাম্যমাণ আদালত ঘাটভোগ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আল-আমিন লস্কর কে ২১ দিন জেল প্রদান করেছে। জসিম উদ্দিন, নয়ন হালদার, বাবু সরদার, তোরাপ লস্কর, এরশাদ লস্কর, জাহিদ লস্কর, বাহাদুর শেখ, আজিজুল মুন্সী (বিস্কুট) কে ১০দিন ও জনি ফকির কে ৭ দিনের জেল দিয়েছে। এছাড়া জনি মলি­ককে ১ হাজার  ও  রাহিদ হাসান লস্কর (রবিউল) কে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 
রূপসার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী বলেন, বিপুল পরিমাণ জব্দ তাস ধ্বংস করেছি এবং খেলায় বাজি লাগানো সাড়ে ৬ হাজার টাকা জব্দ করে সরকারি কোষাগারে জমা করেছি। আটকদের বিরুদ্ধে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ অনুযায়ী বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। 
 

্রিন্ট

আরও সংবদ