খুলনা | শুক্রবার | ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২

ভোট নিয়ে ধোঁয়াশা কাটাতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে বিএনপি

খবর প্রতিবেদন |
০২:৩০ পি.এম | ০৯ এপ্রিল ২০২৫


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। দলটির পক্ষ থেকে নির্বাচনের রোডম্যাপ দাবি করা হবে। ভোটের ব্যাপারে যেন আর কোনো ধোঁয়াশা না থাকে সেজন্যই এই সাক্ষাৎ বলে জানানো হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপকালে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এসব কথা জানান। এর আগে গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ড. ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি।

বিএনপির সংবিধানসংক্রান্ত প্রস্তাবনায় রাষ্ট্রে ভারসাম্য রক্ষা গুরুত্ব পেয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা বহাল চায়। কিন্তু ধর্মনিরপেক্ষতা বাতিলের বিষয়ে কোনো প্রস্তাবনা দেয়নি। এ নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে।

এছাড়া তিনি জানান, জাতীয় সাংবিধানিক কমিশন-এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা জারির প্রস্তাবনার পক্ষে নয় বিএনপি।

সালাহউদ্দিন বলেন, ইউনূস-মোদির সঙ্গে বৈঠককে স্বাগত জানিয়েছে বিএনপি। তাদের আলোচনায় ও দাবিতে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছে বিএনপি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা না করলেও দুটি সম্ভাব্য ডেটলাইন ঘোষণা করেছেন। চলতি বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনের মধ্যে পরবর্তী নির্বাচন হবে বলে জানানো হয়েছে। তবে এর মধ্যেই বিভিন্ন মহল থেকে ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার আকাঙ্ক্ষার কথা তোলা হচ্ছে। এতে বিএনপির মধ্যে সন্দেহ বাড়ছে। এজন্য দলটি নির্বাচনের সুনির্দিষ্ট সময় ঘোষণার দাবিতে সরকারের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে। এই ইস্যুতে প্রয়োজনে রাজপথে কর্মসূচি দেওয়ার কথাও ভাবছে টানা প্রায় ১৮ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি। 

্রিন্ট

আরও সংবদ