খুলনা | শুক্রবার | ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২

দীর্ঘ পাঁচ বছর পর ভারত থেকে দেশে ফিরলো বাংলাদেশি ৬ নারী

বেনাপোল প্রতিনিধি |
০১:০০ এ.এম | ১০ এপ্রিল ২০২৫


ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ৬ জন বাংলাদেশি নারীকে দীর্ঘ পাঁচ বছর সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে। বুধবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের তাদের হস্তান্তর করেন।
ফেরত আসারা হলেন আনজু খাতুন (৩০), রাশেদা বেগম (৪৮), ইয়াসমিন খাতুন (২৬), রোজিনা পারভিন, (২৭), তাসলিমা খাতুন (৩৫), শারমিন আক্তার (৩০)। এরা যশোর, মাগুরা এবং সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। সংসারে অভাব মোচনের আশায় কাজের সন্ধানে এরা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতের গুজরাটে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করার সময় তারা পুলিশের হাতে আটক হন। পরে আদালত তাদের ৫ বছরের সাজা দেয়। সাজা শেষে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে সেফ হোমের হেফাজতে রাখে। পরবর্তীতে নাগরিকত্ব যাচাইপূর্বক ট্রাভেল পারমিট ইস্যু করে তাদের ফিরিয়ে আনা হলো। এই প্রত্যাবাসন প্রক্রিয়ার সময় বেনাপোল সীমান্তে ইমিগ্রেশন পুলিশ, বিজিবি কর্তৃপক্ষ, স্থানীয় এনজিও কর্তৃপক্ষ এবং ভারতের বিভিন্ন সরকারি সংস্থা ও বিএসএফ কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ জানান, ট্রাভেল পারমিটে ফেরত আসা বাংলাদেশি নারীদেরদের ইমিগ্রেশনের কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।  

্রিন্ট

আরও সংবদ