খুলনা | শুক্রবার | ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২

খুলনায় হাজারের বেশি সজনের চারা রোপণ, পরিবেশের ভারসাম্য রক্ষা ও পুষ্টি চাহিদা পূরণে রাখবে ভ‚মিকা

নিজস্ব প্রতিবেদক |
০২:১০ এ.এম | ১০ এপ্রিল ২০২৫


প্রকৃতির ভারসাম্য রক্ষা ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে খুলনার বটিয়াঘাটা এলাকায় ১ হাজারেরও বেশি সজনের ডাল রোপণ করা হয়েছে। বুধবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া, ঝড়ভাঙ্গা ও চরা গ্রামের প্রায় ৩ কিলোমিটার পতিত জমিতে এ ডাল রোপণ করা হয়। কৃষি অধিদপ্তরের উদ্যোগে এ কাজে যোগ দেন শতাধিক স্থানীয় নারী-পুরুষ। এ কাজের জন্য খুলনা-মোংলা রেলের পাশের পতিত জমি বেছে নেওয়া হয়েছে। সেখানে প্রতি ১৫ ফুট পর পর লাগানো হয়েছে সজনের ডাল। এসব ডাল থেকে আগামী ১ বছরের মধ্যে ফল পাওয়া যাবে। এসব গাছের পাতা, ফুল ও ফল পূরণ করবে স্থানীয় মানুষের পুষ্টি চাহিদা। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মহাদেব কুমার শানা, অতিরিক্ত উপ-পরিচালক সুবির কুমার বিশ^াস, বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার আবু বক্কর সিদ্দিকী ও বটিয়াঘাটা উপ-সহকারী কৃষি অফিসার জীবানন্দ রায়। 
বটিয়াঘাটা এলাকার সাধারণ মানুষ বেশ উৎসাহের সাথে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারা জানায়, সজনে মূলত একটি উপকারী সবজি। এর পাতা থেকে শুরু করে সব কিছুই পুষ্টিগুণে সম্পন্ন। এছাড়াও এই সবজির বাজারেও বেশ চাহিদা রয়েছে। বাজার থেকে সজনে কিনতে গেলে বেশ চড়া দামে কিনতে হয়। তবে এখান থেকে মাত্র এক বছরের মধ্যে ফল পাওয়া যাবে বলে জানান তারা। স্থানীয়রা জানান, সজনের ডাল রোপণের এই কর্মসূচির জন্য স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করেছেন বটিয়াঘাটা উপ-সহকারী কৃষি অফিসার জীবানন্দ রায়। প্রতিটি ঘরে ঘরে গিয়ে সজনের ডাল রোপণে উদ্বুদ্ধ করেছেন তারা। এদিকে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করে সাধারণ মানুষ ও প্রকৃতির উপকারের জন্য এ কাজ করা হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা। 
 

্রিন্ট

আরও সংবদ