খুলনা | শুক্রবার | ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২

সুন্দরবনে ডাকাতদের কবল থেকে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

মোংলা প্রতিনিধি |
০১:৪৩ পি.এম | ১০ এপ্রিল ২০২৫


সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু করিম শরিফ বাহিনীর জিম্মিদশা থেকে মুক্তিপনের দাবীতে অপহৃত ৬ নারী জেলেসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বনের খরখরী নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে দস্যুর কবল থেকে মুক্ত করা হয়। এসময় জব্দ করা হয়েছে ১৬টি কাঠের নৌকা। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানান, ৯ এপ্রিল বুধবার সকালে বন বিভাগের অফিস থেকে পাশ পারমিট নিয়ে মাছ ও কাঁকড়া ধরার জন্য সুন্দরবনের উদ্দেশ্যে গমন করে জেলেরা। দুপুরে দিকে জলদস্যু করিম শরীফ বাহিনী তাদের মুক্তিপনের দাবীতে অপহরণ করে। তাদের জিম্মিদশা থেকে ছাড়া পেতে প্রতি জেলের কাছে  ১০ হাজার টাকা মুক্তিপণের দাবি করে দস্যুরা বলে জানায় জেলেরা।

মোংলা কোস্ট গর্ড পশ্চিম জোন সদর দপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু করিম শরীফ বাহিনী তাদের গোপন আস্তানায় ১৬টি নৌকা ও ৬ নারী জেলেসহ ৩৩ জন জেলেকে মুক্তিপনের দাবীতে জিম্মি করে রেখেছে। এমন তথ্যের সুত্রধরে বুধবার (৯ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সুন্দরবনের খরখরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালায়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা ফাঁকা গুলি ছোঁড়তে ছোঁড়তে দ্রুত বনের গহীনে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে দস্যুদের আস্তানা থেকে মুক্তিপনের দাবীতে অপহরণকৃত ৬ নারী জেলেসহ ৩৩ জন জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ড। মুক্ত করা হয় জেলেদের মাছধরা কাজে ব্যাবহৃত ১৬টি নৌকা-জাল সহ অন্যান্য মালামাল।

উদ্ধারকৃত জেলেদের কোস্ট গার্ড স্টেশনে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করা হয়। উদ্ধারকৃত জেলেদের বাড়ি খুলনা জেলার কয়রা থানার ৪, ৫ ও ৬ নং কয়রা গ্রামের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। কোস্ট গার্ড উদ্ধারকৃত জেলে ও নৌকাসহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম উল হক বলেন, ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবন দস্যুমুক্ত ঘোষনা হওয়ায় এ অঞ্চলের জেলেরা ভালই ছিল। সম্প্রতি আবারও বন ও জলদস্যুর তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েক মাস যাবত বনের বিভিন্ন নদী ও খালে জেলে অপহরন ও মুক্তিপন নেয়ার খবর পাচ্ছি। ৯ এপ্রিল বুধবার নারী জেলেসহ ৩৩ অপহরনকৃত জেলেকে বনদস্যু করিম শরিফের আস্তানা থেকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন এলাকাসমূহে মৎস্যজীবীদের নিরাপত্তা বিধান, জলদস্যু ও বনদস্যু দমন এবং নিরাপদ সুন্দরবন গঠনে ২৪ ঘন্টাব্যাপী টহল অব্যাহত রেখেছে। যার মাধ্যমে আওতাধীন এলাকা সমূহের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। এরূপ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

্রিন্ট

আরও সংবদ