খুলনা | রবিবার | ১৩ এপ্রিল ২০২৫ | ৩০ চৈত্র ১৪৩১

মেসি জাদুতে কনক্যাকাফের সেমিতে ইন্টার মিয়ামি

ক্রীড়া প্রতিবেদক |
০২:২৮ পি.এম | ১০ এপ্রিল ২০২৫


কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির কাছে ১-০ গোলে হেরে পিছিয়ে পড়েছিল ইন্টার মিয়ামি। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ালেন লিওনেল মেসিরা। শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত আর্জেন্টাইন মহাতারকার জাদুতে ৩-১ গোলের জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মায়ামি। দুই লেগ মিলিয়ে ইন্টারের স্কোর লাইন ছিল ৩-২।

প্রথম লেগে পিছিয়ে থাকা মিয়ামির বিপদ আরও বাড়ে খেলার ৯ মিনিটে। লস অ্যাঞ্জেলসকে এগিয়ে দিয়েছিলেন অ্যারন লং। তখন মনে হচ্ছিল, মায়ামির পক্ষে ফিরে আসা বুঝি কঠিনই হবে। তবে মেসি আজ ছিলেন দারুণ ছন্দে, মিয়ামির কাজটা সহজ হয়ে গেল শেষতক সে কারণেই।

৩৫ মিনিটে দারুণ এক স্ট্রাইকে মায়ামিকে ম্যাচে ফেরান লিওনেল মেসি। অবশ্য হাভিয়ের মাসচেরানোর দলের তখন আরও দুই গোলের প্রয়োজন। ম্যাচের প্রথমার্ধে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে অ্যাগ্রিগেটে ম্যাচে ফেরে মায়ামি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে বল জালে জড়ান ফেড্রিকো রেডোন্ডো। অ্যাগ্রিগেটে ২-২ এ সমতা ফিরলেও অ্যাওয়ে গোলে তখনো এগিয়ে লস অ্যাঞ্জেলেস।

৬৭ মিনিটে মেসির অ্যাসিস্টে লুইস সুয়ারেজ গোল পেলেও অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত মায়ামির হয়ে জয়সূচক গোল আসে মেসির পা থেকেই। ৮৪ মিনিটে দারুণ এক শটে প্রতিপক্ষ কিপারকে পরাস্ত করে মিয়ামিত জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

্রিন্ট

আরও সংবদ