খুলনা | শুক্রবার | ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২

শাহরুখ খানের সঙ্গে নিজেকে তুলনা করে কটাক্ষের শিকার উর্বশী

খবর বিনোদন |
০৩:০৬ পি.এম | ১০ এপ্রিল ২০২৫


বলিউড সুন্দরীদের মধ্যে অন্যতম উর্বশী রাউতেলা নেতিবাচক কর্মকাণ্ডের জন্য প্রায় সংবাদের শিরোনাম তিনি। সাম্প্রতি ‘দিবিড়ি দিবিড়ি’ গানের নাচে অঙ ভঙ্গির জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এবার শাহরুখ খানের সঙ্গে নিজেকে তুলনা করে কটাক্ষের শিকার হচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেত্রীর দাবি ছবির প্রচার কৌশলের ক্ষেত্রে শাহরুখের পরেই তার নাম উঠে আসে। অভিনয়ের পাশাপাশি সফল ব্যবসায়িক হিসেবেও খ্যাতি রয়েছে শাহরুখের। একাধিক কম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরে দায়িত্ব সামলাচ্ছেন অভিনেতা। তারপরেই নাকি অভিনেত্রী উর্বশীর নাম রয়েছে।

সম্প্রতি এক স্বাক্ষাৎকার অনুষ্ঠানের সঞ্চালক অভিনেত্রীকে প্রশ্ন করেন, আপনার ভক্তরা অভিযোগ করেন আপনি নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন। উত্তরে অভিনেত্রী বলেন, “দর্শকরা আমাকে কটাক্ষ করলেও। তারা এটাও বলছে, শাহরুখ খানের পরেই উর্বশী সবার সেরা।’

অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে সরগরম নেটপাড়া। তার প্রমাণ মিলেছে ওই ভিডিওর মন্তব্যের ঘরে। এক নেটাগরিক লিখেছেন, ‘উর্বশী অন্তত নিজেকে শাহরুখের আগে রাখেননি। কোনো একটা বিষয়ে নিজেকে দ্বিতীয় নম্বরে রাখলেন!’ অন্য একজন লিখেছেন, ‘উর্বশী খুবই অদ্ভুত। তবে তার কথাবার্তার মধ্যে আত্মবিশ্বাস রয়েছে।’

বলে রাখা ভালো, মুক্তিপ্রতিক্ষিত ‘জাট’ সিনেমায় দেখা যাবে অভিনেত্রীকে। উর্বশী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন, বলিউড অভিনেতা সানি দেওল, রণদীপ হোন্ডা, বিনত কুমার সিং, রামাইয়া কৃষ্ণন। 

্রিন্ট

আরও সংবদ