খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ২২

খবর প্রতিবেদন |
০৬:২২ পি.এম | ১০ এপ্রিল ২০২৫


এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন ২৬ হাজার ৯২৮ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ১ দশমিক ৫৬ শতাংশ। পরীক্ষায় অসুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ২২ জন পরীক্ষার্থী। তবে কোনও পরীক্ষক বহিষ্কার হননি।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়েছে।

সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির প্রথম দিনে আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিলে কোরআন মজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩৪ হাজার ৬৩০ জন। এর মধ্যে ১৩ লাখ ১৯ হাজার ৮৯২ পরীক্ষার্থী অংশ নেন। অনুপস্থিত ছিলেন প্রায় ১৪ হাজার ৭৩৮ জন পরীক্ষার্থী। এসব বোর্ডে বহিষ্কার হয়েছেন ১০ জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি ৩ হাজার ৪৯৬ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন ঢাকা বোর্ডে। এ ছাড়া রাজশাহীতে ১৬২২, কুমিল্লা ২৫৫৩, যশোরে ১৮০০, চট্টগ্রাম বোর্ডে ১১৭৩ জন, সিলেট ১১৭৩, বরিশালে ১ হাজার ৩৩, দিনাজপুরে ১৩৪১, ময়মনসিংহে ৮৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ লাখ ৬১ হাজার ৯১২ জন পরীক্ষার্থীর মধ্যে ২ লাখ ৫২ হাজার ২৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৬২৩ জন। এ বোর্ডের আওতায় ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কারিগরি বোর্ডে ১ লাখ ৩১ হাজার ২৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশহগ্রহণ করেছেন ১ লাখ ২৮ হাজার ৬৬৯ জন। উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এ বোর্ডে ২ জনকে বহিষ্কার করা হয়েছে।

্রিন্ট

আরও সংবদ