খুলনা | শুক্রবার | ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২

অভয়নগরে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ৪১ পরীক্ষার্থী: অধিকাংশই ছাত্রী

অভয়নগর প্রতিনিধি |
১১:৩৪ পি.এম | ১০ এপ্রিল ২০২৫


যশোরের অভয়নগর উপজেলায় বৃহস্পতিবার শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে মোট ৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এর মধ্যে ছাত্রীদের সংখ্যা ছিল উলে­খযোগ্যভাবে বেশি। শিক্ষকদের মতে, বাল্যবিবাহ এবং জীবিকা নির্বাহের জন্য কর্মে যুক্ত হওয়া এই অনুপস্থিতির অন্যতম কারণ হতে পারে।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী জানান, শান্তিপূর্ণ পরিবেশে এবং কোনো বহিরাগত ছাড়াই প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অভয়নগরের মোট কেন্দ্র ছিল ৭টি। পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৭৯৬ জন। এর মধ্যে অনুপস্থিত ছিল ৪১ জন-ছাত্রী ৩০ জন এবং ছাত্র ১১ জন।
এসএসসি পরীক্ষার চারটি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২ হাজার ২৮৪ জন, অনুপস্থিত ২২ জন (ছাত্রী ১৮, ছাত্র ৪)। দাখিল পরীক্ষার দু’টি কেন্দ্রে ৪৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯ জন অনুপস্থিত ছিলেন (ছাত্রী ১২, ছাত্র ৭)। কারিগরি বোর্ডের এসএসসি (ভকেশনাল) পরীক্ষার একটি কেন্দ্রে উপস্থিতি ছিল শতভাগ-৭৭ জন পরীক্ষার্থীর সবাই পরীক্ষায় অংশগ্রহণ করে।
নওয়াপাড়া এসএসসি পরীক্ষা কেন্দ্র কমিটির সদস্য ও সিনিয়র শিক্ষক এস.এম. ফারুক আহমদ বলেন, আমি মনে করি অভিভাবকদের সচেতনতার অভাব অন্যতম কারণ। এছাড়া, মেয়েদের ক্ষেত্রে বাল্যবিবাহ এবং ছেলেদের ক্ষেত্রে জীবিকা নির্বাহে জড়িয়ে পড়াও অনুপস্থিতির পেছনে ভূমিকা রাখছে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, “অনুপস্থিত পরীক্ষার্থীদের বিষয়ে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

্রিন্ট

আরও সংবদ