খুলনা | শুক্রবার | ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২

কালীগঞ্জে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি |
১১:৩৬ পি.এম | ১০ এপ্রিল ২০২৫


ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার কাশিপুর বেদেপল­ীতে সাপের কামড়ে রওশন আলী (৫০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত রওশন আলী কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদেপল­ীর আজগার আলীর ছেলে।
কাশিপুর গ্রামের স্থানীয় বাসিন্দা মনির উদ্দীন নামে এক ব্যক্তি জানান, বুধবার দিবাগত রাত ৭টার দিকে রওশন পার্শ্ববর্তী চাঁচড়া মাঠের একটি ড্রাগন বাগানে সাপ ধরতে যায়। সাপ ধরার সময় অসাবধানতাবশতঃ তার হাতে বিষধর সাপে কামড় দেয়। এসময় তার সাথে থাকা লোকজন তাকে ওঝার কাছে নিয়ে যেতে চাইলে রওশন বাড়ি চলে আসেন। পরে পরিবারের সদস্যদের সহযোগীতায় প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সে মারা যায়। 
বেদেপল­ীর আরেক সাপুড়ে হাকিম মিয়া জানান, বুধবার সন্ধ্যা রাতে মাঠ থেকে এক ব্যক্তি সাপ ধরার জন্য ফোন করেছিল। সংবাদ পেয়ে রওশন বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু যাওয়ার সময় প্রয়োজনীয় ওষুধ সাথে করে নেয়নি, যে কারণে সাপে কামড়ালেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে পারেনি। এব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লোকমুখে শুনেছি সাপের কামড়ে একজন সাপুড়ে মারা গেছে। তবে সেখানে যাওয়া সম্ভব হয়নি।

্রিন্ট

আরও সংবদ