খুলনা | শুক্রবার | ১৮ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২

ভেটখালী তারানীপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

শ্যামনগর প্রতিনিধি |
১১:৩৯ পি.এম | ১০ এপ্রিল ২০২৫


সাতক্ষীরার শ্যামনগরের ভেটখালী তারানীপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় গোপনে শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্দ করতঃ নিরপেক্ষ ও উন্মুক্তভাবে শিক্ষক নিয়োগের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আবেদন করা হয়েছে। লিখিত আবেদনটি করেন তারানীপুর গ্রামের আবুল কালাম সামছুদ্দীন। 
তিনি লিখিত অভিযোগে জানান, ভেটখালী তারানীপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাটি সরকারি অনুদানভূক্ত। মাদ্রাসাটিতে সরকারি বিধি মোতাবেক স্বচ্ছতার ভিত্তিতে জনবল নিয়োগের দরকার। কিন্তু তা না করে মাদ্রাসাটিতে সৃষ্টপদে ১জন জুনিয়ার মৌলভী ও শুন্য পদে ১ জন সহকারী শিক্ষক নিয়োগের জন্য সম্পূর্ণ গোপনীয়ভাবে দৈনিক যুগের বার্তায় ০৪/০৩/২০২৫ তারিখ মাদ্রাসার সভাপতি মাওঃ আব্দুল বারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেন। ঐ দিনের পত্রিকাগুলো তিনি নিজে ক্রয় করে চেপে রাখেন। মাদ্রাসাটির নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিটি লাগানো হয়নি। তিনি পরবর্তীতে এ বিষয়ে জানতে পেরে মাদ্রাসার সভাপতির মোবাইল ফোনে (০১৯২৭-৬২৩৯৭৮) জিজ্ঞাসা করায় তিনি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদানের কথা অস্বীকার করেন। অতঃপর তিনি এ মাদ্রাসার সুপারঃ মোঃ মোসলেম উদ্দীনের কাছে তার মুঠোফোন (০১৯৬২-০৩৮৬৬৯) নম্বরে ২১/০৩/২০২৫ তারিখে যোগাযোগ করলে তিনি বলেন সভাপতি তাকে বলেছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে, এখনও ২১/০৩/২০২৫ তারিখ পর্যন্ত কোন আবেদনপত্র তার কাছে জমা হয়নি। বিধিগতভাবে পুনরায় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলে অনেকে আবেদন করতে পারবেন। বিধি বহির্ভূতভাবে গঠিত কমিটির সভাপতি মাওঃ আব্দুল বারী বড় জামাতা মাদ্রাসার সুপার মোঃ মোসলেম উদ্দীন এবং চাচাত ভাই মোঃ আনছার উদ্দীন, সহকারী মৌলভী হিসাবে কর্মরত আছেন। এছাড়া তিনি অত্যন্ত গোপনীয়তার সাথে তার একমাত্র পুত্র বাহাউদ্দীনকে জুনিয়র মৌলভী ও তাঁর অতি নিকটতম একজন জামাতাকে জুনিয়র শিক্ষক পদে নিয়োগের জন্য কার্যক্রম গোপনীয়ভাবে করছেন। অবৈধভাবে পাতানো নিয়োগ সম্পন্ন করতে সভাপতি অপচেষ্টা অব্যহত রেখেছেন। আবেদনে অবৈধভাবে শিক্ষক নিয়োগ কার্যক্রম বন্দ করে বিধি মোতাবেক উন্মুক্তভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করে শূন্য পদে ১জন জুনিয়র শিক্ষক, সৃষ্ট পদে ১জন জুনিয়ার মৌলভী ও ১জন অফিস সহায়ক নিয়োগ দানের ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়। সভাপতি আব্দুল বারী জানান, নিয়োগ বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

্রিন্ট

আরও সংবদ