খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২

পরিবর্তন করছি না, পুরোনো নাম ও ঐতিহ্যে ফিরে যাচ্ছি : ঢাবি উপাচার্য

খবর প্রতিবেদন |
০৬:০৩ পি.এম | ১১ এপ্রিল ২০২৫


পহেলা বৈশাখ উপলক্ষে এই বছর চারুকলা অনুষদ আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, ‘আমরা নাম পরিবর্তন করছি না। আমরা পুরোনো নাম এবং ঐতিহ্যে ফেরত যাচ্ছি, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছিল।

শুক্রবার (১১ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাম পরিবর্তন বিষয়ে এ মন্তব্য করেন উপাচার্য। পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের বিভিন্ন দিক জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিগত বছরগুলোর মতো এবার বাংলা নববর্ষের দিন পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে বের হবে শোভাযাত্রা। প্রায় তিন যুগ ধরে এটি মঙ্গল শোভাযাত্রা নামে চলে আসছে। তবে এ বছর শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে। এর নতুন নাম করা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এই নামে এবার বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হবে।

এ প্রসঙ্গে ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, এই শোভাযাত্রার মূল প্রতিপাদ্যে দুটো মেসেজ (বার্তা) আছে। একটি হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান। রাজনৈতিক এবং সামাজিক নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেই বিষয়টি তুলে ধরা। আমাদের কিছু মোটিফ সেই কাজটি করছে।... আর আমাদের দ্বিতীয় যে অংশটি আছে সেটি হচ্ছে মূলত ঐক্যের ডাক, সম্প্রীতির ডাক। এই শোভাযাত্রায় এই দুটো মেসেজকে আমরা একসঙ্গে করছি।

উল্লেখ্য, চারুকলা ১৯৮৯ সাল থেকে পহেলা বৈশাখে এই শোভাযাত্রা করে আসছে। শুরুতে এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। পরবর্তী সময়ে নব্বইয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের পটভূমিতে অমঙ্গলকে দূর করে মঙ্গলের আহ্বান জানিয়ে শোভাযাত্রার নামকরণ হয় ‘মঙ্গল শোভাযাত্রা’।
 

্রিন্ট

আরও সংবদ