খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২

দিঘলিয়ার আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা ফিরোজ গ্রেফতার

দিঘলিয়া প্রতিনিধি |
১২:৪১ এ.এম | ১২ এপ্রিল ২০২৫


দিঘলিয়ার আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান, শেখ পরিবারের আস্থাভাজন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, হত্যাসহ একাধিক মামলার আসামি মোল্লা ফিরোজ হোসেনকে  গ্রেফতার করেছে থানা পুলিশ। 
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, বিএনপি’র নেতা-কর্মীরা  ২০২২ সালের ২২ অক্টোবর  ফুলতলা শিকিরহাট  থেকে ট্রলার যোগে খুলনা মহাসমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল কাটাবন নামক স্থানে পৌঁছালে আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীরা আধুনিক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায়  কাজী আনোয়ার হোসেন বাপ্পী বাদী হয়ে দিঘলিয়া থানায়  মামলা দায়ের করেন। উক্ত মামলায় দীর্ঘ দিন ধরে মোল­া ফিরোজ হোসেন আত্মগোপনে ছিলো। থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিনের নির্দেশনায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার  নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

্রিন্ট

আরও সংবদ