খুলনা | মঙ্গলবার | ১৫ এপ্রিল ২০২৫ | ২ বৈশাখ ১৪৩২

বয়রা শ্মশান কালী মন্দিরের জায়গা দখলের চেষ্টার প্রতিবাদে নগর পূজা পরিষদের বর্ধিত সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৪ এ.এম | ১৩ এপ্রিল ২০২৫


নগরীর বয়রা শ্মশান কালী মন্দিরের জায়গা পরিকল্পিতভাবে দখলের অপচেষ্টা ও মন্দিরের সীমানা প্রাচীর ভাঙার প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার এবং আইনানুগ শাস্তির দাবিতে গত শুক্রবার বিকেল ৫টায় সত্যনারায়ণ মন্দির মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ খুলনা মহানগর কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। 
মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তৃতা করেন পরিষদের উপদেষ্টা প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, শ্যামল কুমার দাস, সহ-সভাপতি অরবিন্দ সাহা, প্রকৌশলী পরিমল কুমার দাস, সমরেশ সাহা, তিলক কুমার গোস্বামী, বিশ্বজিৎ দে মিঠু, বিপ্লব মিত্র, রামচন্দ্র পোদ্দার, রজত কান্তি দাস, শ্যামাপ্রসাদ কর্র্মকার, এড. কমলেশ কুমার সানা, বিধূ ভূষণ মন্ডল, শ্যামল কৃষ্ণ মিস্ত্রী প্রমুখ। 
বক্তারা এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। 
এ সময় উপস্থিত ছিলেন এড. উল­াস কর বৈরাগী, এড. মোহন মুখার্জী, সাংবাদিক বিমল সাহা, রতন কুমার নাথ, উজ্জল ব্যানার্জী, সুজিত মজুমদার, সুব্রত হালদার তপা, অলোক দে, রবিন দাস, সুশীল দাস, বাবু শীল, তপন সাহা, দীপক দত্ত, গৌরাঙ্গ সাহা, অশোক সেন, কিংকর সাহা, নিলকান্ত দত্ত, শরৎ কুমার মুন্ধড়া, দেবদাস মন্ডল, সঞ্জয় সরকার, দেবাশিষ দাস, অনিল মজুমদার, রূপন দে, মেধস ব্যানার্জী, শক্তিপদ দাস শর্মা, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, সুশান্ত ব্যানার্জী, বিশ্বজিৎ সাহা, বিদ্যুৎ দাস, কমলেশ সাহা, সুমন কুমার বিশ্বাস, অভিজিৎ দাস লবি, রথীন্দ্র নাথ সরকার, বাবুল দেবনাথ, তাপস সাহা, প্রদীপ সাহা, দেবী প্রসাদ ঘোষ, অশোক দাস, নিতাই সরদার, অসীত চক্রবর্ত্তী, বিজন দত্ত, অশোক ঘোষ, দুলাল সরকার, নারায়ণ দাস, কাঞ্চন বোস, সুব্রত সরকার, বিকাশ কুমার সাহা, দীপক দত্ত, প্রকাশ অধিকারী, আশিষ কবিরাজ প্রমুখ। 

্রিন্ট

আরও সংবদ