খুলনা | মঙ্গলবার | ১৫ এপ্রিল ২০২৫ | ২ বৈশাখ ১৪৩২

রূপসায় ভাবীকে ধর্ষণের ঘটনায় দেবর গ্রেফতার

রূপসা প্রতিনিধি |
১২:৩৪ এ.এম | ১৩ এপ্রিল ২০২৫


রূপসায় প্রবাসীর স্ত্রী নিজ ভাবীকে ধর্ষণের ঘটনায় সামাদ শেখ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার পুলিশের এক বিশেষ অভিযানে শিয়ালী বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।  থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ভিকটিমের অভিযোগ মতে স্বামী প্রবাসে থাকায় দেবর সামাদ বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিতো। কিন্তু ভিকটিম তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সামাদ গত বছরের ৫ সেপ্টেম্বর রাতে ঐ নারীকে ধর্ষণ করে। বিষয়টি পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে গতকাল শুক্রবার ভিকটিম বাদী হয়ে রূপসা থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। গ্রেফতারকৃতকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
 

্রিন্ট

আরও সংবদ