খুলনা | বৃহস্পতিবার | ২৪ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২

এসএসসি পরীক্ষা ঘিরে নেতা-কর্মীদের জরুরি নির্দেশনা ছাত্রদলের

খবর প্রতিবেদন |
০১:৪৫ এ.এম | ১৪ এপ্রিল ২০২৫


মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও কলেজ ইউনিটের নেতা-কর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দিয়েছে সংগঠনটি। রোববার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মোঃ জাহাঙ্গীর আলমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সারাদেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা চলমান রয়েছে। এই সময়ে পরীক্ষা চলাকালীন প্রচন্ড গরমের মাঝে পরীক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের বাইরে মারাত্মক ধকল পোহাতে হচ্ছে। এই প্রেক্ষিতে ছাত্রদলের নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হচ্ছে।
নির্দেশনাগুলো হলো ১. পরীক্ষা চলাকালীন সময়ে প্রচলিত নিয়ম মোতাবেক পরীক্ষা কেন্দ্র থেকে নিয়মানুযায়ী যথাযথ দূরত্ব বজায় রেখে অভিভাবকদের জন্য পানি ও স্যালাইন সরবরাহ এবং ছায়ার মাঝে বিশ্রামের ব্যবস্থা করার যথাসাধ্য চেষ্টা করতে হবে।
২. তীব্র গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা করতে হবে। এজন্য পরবর্তী পরীক্ষা থেকেই ছাত্রদলের নেতা-কর্মীরা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। ৩. পরীক্ষার্থীদের প্রয়োজনে কলম, স্কেল ও পেন্সিলের ব্যবস্থা করতে হবে। 
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই নির্দেশনা দেন। নেতা-কর্মীদের যথাসাধ্য অভিভাবকদের পাশে থাকার আহŸান জানান। একই সঙ্গে তারা ছাত্রদলের নেতা-কর্মীদের কোনো ভাবেই গেটে জটলা না করা, কেন্দ্র থেকে নিয়মানুযায়ী দূরত্ব বজায় রেখে হেল্পডেস্ক স্থাপনের মাধ্যমে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেন।

্রিন্ট

আরও সংবদ