খুলনা | রবিবার | ২৭ এপ্রিল ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

খবর ডেস্ক |
১২:০৫ এ.এম | ১৬ এপ্রিল ২০২৫


সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
বাগেরহাট : বাংলা নববর্ষ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে  শহরের স্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে শেষ হয়। শোভাযাত্রায় ব্যানার প্লাকার্ড নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৭দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এসময় পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।  
ঝিনাইদহ : বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় স্থানীয়রা। সকাল ৮টায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়। এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদসহ সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রা শেষে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়। 
সকাল ১০ টায় ঝিনাইদহে জেলা বিএনপি’র আয়োজনে উজির আলী স্কুল মাঠ থেকে একটি র‌্যাি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন ধরণের ব্যানার, ফেস্টুন, প্লাকার্ডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপি’র সভাপতি এমএ মজিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, পৌর বিএনপি’র সভাপতি কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আয়োজন করে নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা।
রূপসা : আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। বক্তৃতা করেন সহকারী কমিশনার ( ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, পল­ী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ। আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম এবং সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন। এ সময় উপস্থিত ছিলেন হিসাব রক্ষণ কর্মকর্তা মদন কুমার দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্য কুমার মজুমদার, একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল­া সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মলি­ক, সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহাবুবুর রহমান,  সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সাংবাদিক জিএম আসাদুজ্জামান, রাজু আহমেদ খান শহীদ, বিএনপি নেতা এস এম এ মালেক, আনোয়ার হোসেন খান, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম,  আনসার আলী বিশ্বাস, হুমায়ুন কবির, প্রভাষক খান মেজবা উদ্দিন সেলিম প্রমুখ।
ফকিরহাট : উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় নাচ, গান, কবিতা আবৃতি। এসময় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় পান্তাভাতের আসর। এছাড়া উপজেলা প্রশাসন বনাম সুধীজনদের মধ্যে দড়াটানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রানী রায়ের উপস্থপনায় এসময় সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুর রহমান, ওসি (তদন্ত) মোঃ আলমগীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, পল­ী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এড. কাজী ইয়াছিন, সহ-সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলী প্রমুখ। বর্ষবরণ অনুষ্ঠান ঘিরে উপজেলা শহিদ মিনার চত্বরে বিভিন্ন স্টলে পিঠাসহ বিভিন্ন পসরা নিয়ে বসেন দোকানীরা। 
কচুয়া : উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বড় পরিসরে আনন্দ শোভাযাত্রা। উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ-এর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক ও জেবি গ্র“পের চেয়ারম্যান সরদার জাহিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম, উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদ, কচুয়া প্রেসক্লাবে সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, রাষ্ট্রীয় নির্দেশনা মোতাবেক টিম কচুয়ার সহায়তায় এবারের আনন্দ শোভাযাত্রায় সহস্রাধিক লোক অংশগ্রহণ করেছে। 
মোল­াহাট : উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কেআর কলেজ ঘুরে উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে ওই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা ও থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। এছাড়া সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা আবৃত্তি, লোকসংগীত ও নৃত্য পরিবেশন করেন। এছাড়া দিনব্যাপী চলে হস্তশিল্প ও গ্রামীণ পণ্যের প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা।
ডুমুরিয়া : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এরপর আলোচনা সভা, কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডুমুরিয়া যুবসংঘ মাঠে তিনদিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন তিনি। এসময়ে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, প্রাণিসম্পদ অফিসার আশরাফুল কবির, প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, ডুমুরিয়া সাব-রেজিস্ট্রার অঞ্জু দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, মৎস্য অফিসার মোঃ জিল­ুর রহমান রিগ্যান, ইউআরসি মোঃ মনির হোসেন, পিডিবিএফ কর্মকর্তা প্রতাপ দাস, কলেজ অধ্যক্ষ খান ফেরদৌস, ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জহুরুল হক, শ্রমিকদল নেতা খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, শিক্ষক শফিকুল আলম প্রমুখ। 
ডুমুরিয়া বিএনপি : সাড়ম্বরে জাতীয়তাবাদী দল বিএনপি পহেলা বৈশাখী উদযাপন করেছে। বিকালে ডুমুরিয়া বাসস্ট্যান্ড থেকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে একটি শোভাযাত্রা বের করা হয়। নানা রঙের ব্যানার, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে শত শত মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, মোল্যা মাহাবুব রহমান, বিএম হাবিবুর রহমান হবি, জিএম মিজানুর রহমান লিটন, নিত্যানন্দ মন্ডল, শেখ মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, খান আছাদুজ্জামান মিন্টু, আলমগীর হোসেন আলম, আব্দুল মজিদ জোয়ার্দার, সন্দীপ চ্যার্টাজী, মঞ্জুর রশিদ, শেখ ফরিদুল ইসলাম, এফএম গোলাম সরোয়ার, শেখ শামিম, মাষ্টার আয়ুব আহমেদ, শেখ ফরিদ হোসেন, শেখ শফিকুল ইসলাম, আব্দুর রব আকুঞ্জী, গাজী মোনায়েম হোসেন, সরদার দৌলত হোসেন, আবুল কাশেম মোল­া, শাহেদুজ্জামান বাবু, খোকন তালুকদার, শহিদুজ্জামান শহিদ, আজমল হুদা মিঠু, আরশাব হোসেন, মাষ্টার নজরুল ইসলাম, শেখ আবদুল কাদের, জিএম সাইকুল ইসলাম, আবু সাঈদ, হাবিবুর রহমান, আনছার আলী মোল­া, ফয়সাল চৌধুরী, জাহানারা রহমান, শেখ আব্দুর রশিদ, গাজী আতিয়ার রহমান, জিল­ুর রহমান, বিপুল মন্ডল, শফিকুল ইসলাম সরদার, মোকতারুজ্জামান সবুর, সাইফুল ইসলাম, শেখ জাকির হোসেন, শহিদুল ইসলাম, হালিম সরদার, মনিরুল ইসলাম প্রমুখ।
খেলাঘর আসর : স্বাধীনতা চত্বরে শিশু সংগঠন ডুমুরিয়ার খেলাঘর আসরের আয়োজনে বৈশাখী প্রভাতি অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। খেলাঘর আসরের জাতীয় পরিষদের সদস্য শফিক আহমেদ ও শিশু সংগঠক বেনজির আহমেদ জুয়েলের নেতৃত্বে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গাঙচিল : আন্তর্জাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ গাঙচিল শাহপুর শাখা বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা এস এম রবিউল ইসলাম বাবলু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাঙচিল খুলনা বিভাগীয় সভাপতি প্রফেসর ড. মোঃ হানিফ। প্রধান আলোচক ছিলেন গাঙচিলের কেন্দ্রীয় উপদেষ্টা ও এমিরেটস প্রফেসর ডাঃ শেখ ইউনুস আলী। বিশেষ অতিথি ছিলেন গাঙচিলের প্রতিষ্ঠাতা কবি ও সাহিত্যিক খান আক্তার হোসেন, উপজেলা সমন্বয়ক কবি এসএম নূরুল ইসলাম। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন আনোয়ার হোসেন আকুঞ্জী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ মোস্তফা রফিকুল ইসলাম।
পাইকগাছা : উপজেলা প্রশাসন, বিএনপি, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজসহ উপজেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন ভিন্ন ভিন্ন আয়োজনে নববর্ষ উদযাপন করেছে। সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনন্দ শোভাযাত্রা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধরেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বৈশাখী মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, ওসি সবজেল হোসেন, অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ উৎপল কুমার বাইন, বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক নাহিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায়, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মলি­ক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পাইকগাছা উপজেলা বিএনপি : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বিএনপি’র তিনটি পক্ষ পৃথক অনুষ্ঠান করে। আনন্দ শোভাযাত্রায় গ্রাম বাংলার অতীত ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি দলীয় প্রতীক ধানের শীষ, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিফেস্টুন নেতা-কর্মীদের হাতে শোভা পায়। উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহক্ষায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সরকারি কলেজের সামনে বৈশাখী সমাবেশ অনুষ্ঠিত হয়। ডাঃ মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আবুল হোসেনের সঞ্চালনায় বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য শাহাদাত হোসেন ডাবলু ও এড. জিএম আব্দুস সাত্তার, উপজেলা বিএনপি’র সদস্য তুষার কান্তি মন্ডল, পৌর যুগ্ম-আহবায়ক সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল ও এসএম মোহর আলী, বিএনপি নেতা এড. সাইফুদ্দিন সুমন, মনিরুল ইসলাম মনি মোল­া, মিজান জোয়ার্দার, মফিজুল ইসলাম টাকু, আসাদুজ্জামান ময়না, আসাদুজ্জামান খোকন, আব্দুল মজিদ গোলদার, মেছের আলী সানা, আবুল কাশেম, প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, মাষ্টার বাবর আলী গোলদার, হাবিবুর রহমান, এসএম নাজির আহমেদ, আবু মুছা সরদার, তোফাজ্জল হোসেন প্রমুখ। 
এছাড়া পৌর বিএনপি’র আহবায়ক আসলাম পারভেজের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর জিরো পয়েন্টে আসলাম পারভেজের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতাকর্মিরা অংশ নেন।
অনুরূপভাবে উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এস এম ইমদাদুল হকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শেষে পৌরসভার শহিদ মিনার চত্বরে বৈশাখী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা শেখ ইমাদুল ইসলাম, উপজেলা যুগ্ম-আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, সদস্য শেখ বেনজির আহমেদ লাল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, আবু তালেব, এড. একরামুল হক বিশ্বাস, সরদার ফারুক আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, সাইফুল ইসলাম তারিক, হবি মোল­া, মোস্তাফিজুর রহমান লিপটন, ফয়সাল রাশেদ সনি, আবুল বাশার বাচ্চুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দল নেতা ইউনুস মোল­া।
বটিয়াঘাটা : বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান, প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা খায়রুল বাশার, সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরীফ মোহাম্মদ রুবেল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদল চন্দ্র বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, পল­ী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা দেবু টিকাদার, সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা, বিআরডিবি কর্মকর্তা সুলতানা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, নিরঞ্জন কুমার রায়, কামরুল ইসলাম, জিয়াউর রহমান জিকু, ভূমি অফিসের মোঃ মাহতাব, সার্ভেয়ার মোঃ ইব্রাহীম, জামায়াত নেতা আব্দুল কাদের গাজী, এও প্রশান্ত কুমার কুন্ডু, সিএ মোঃ মনিরুজ্জামান, হারুনুর রশীদ, এস আই মোঃ রুবেল, লোকজের নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার, মিলন রায়, মানবাধিকার সংরক্ষণ কমিশনের সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমান হাফিজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। পরে বাঙালীর ঐতিহ্য পান্তা ভাত খাবারের ব্যবস্থা করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল­ার সঞ্চালনায় পরিষদ মাঠের মঞ্চে অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ (ঝিনাইদহ): সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে সকাল ৮ টায় কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা বের করা হয়। নানান রঙে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ী, ঘোড়ার গাড়ী, ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেয়। 
র‌্যালীতে উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের সরকারি কর্মকর্তা, বিএনপি’র সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, কালীগঞ্জ উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক হামিদুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। শহর ঘুরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়। 
এদিকে উপজেলা বিএনপি’র দু’টি পক্ষের আয়োজনে পৃথক পৃথকভাবে শহরে র‌্যালি বের করা হয়। শহরের থানা রোডে দলীয় কার্যালয়ে সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে নেতা-কর্মীরা এবং ফয়লা রোডে হামিদুল ইসলাম হামিদ পক্ষের নেতা-কর্মীরা বর্ষবরণের পান্তা উৎসবসহ আলোচনা সভা করে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনও র্ফথক র্ফথকভাবে  দিনব্যাপী নানা উৎসবের আয়োজন করে।
বৈনাপোল : শার্শা উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি মাধ্যমে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করেছে। বেনাপোল বলফিল্ড ও শার্শা উপজেলার পাইলট মডেল হাইস্কুল থেকে সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখের যাত্রা শুরু হয়। বাদ্যের তালে তালে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য লোকজ উপকরণ  গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পতুল, রঙিন প্লাকার্ড আনন্দ শোভাযাত্রায় যোগ করে অন মাত্রা।
উৎসবকে ঘিরে চিরায়ত আনন্দ শোভাযাত্রা, পান্তা-রুই মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে দেশীয় মুখরোচক খাবার পরিবেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে মেলা বসে ।
অপরদিকে বেনাপোলে পৌর ও ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বেনাপোল বলফিল্ড ময়দান থেকে বিশাল র‌্যালি ও আনন্দ শোভাযাত্রার বের হয়। উৎসবকে ঘিরে পান্তা-রুই মাছ ও ভর্তা পরিবেশন করা হয়। সুষ্ঠু ও সুন্দরভাবে পান্তা ও বিভিন্ন ধরনের ভর্তা খাবারের দায়িত্ব পালন করেন পৌর বিএনপি ও ছাত্রদল। শোভাযাত্রায় সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল­াহর পিতা আব্দুল জব্বার সহ উপজেলা প্রশাসন, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এদিকে উপজেলা বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও আনন্দ শোভা যাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ১লা বৈশাখ উৎযাপন করেছে।
সাতক্ষীরা :  পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে ভোর থেকে নারী-পুরুষ শিশু-কিশোর তরুণ-তরুণী বৃদ্ধসহ সব বয়সী মানুষের ঢল নামে সাতক্ষীরার কালেক্টরেট চত্বরের ভেষজ উদ্যানে। সেখানে অনুষ্ঠিত হয়  ১৪৩২ সালের বর্ষবরণের সূচনা সঙ্গীত। এরপর আনন্দ শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। বৈশাখী মেলা উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, জেলা বিএনপি’র আহবায়ক রহমাতুল­াহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু প্রমুখ। বৈশাখী মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক বাংলোতে পান্তা ভাতের আয়োজন করা হয়। এছাড়া সাতক্ষীরার মুক্তমঞ্চে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সারাদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমগ্র আয়োজনে অংশগ্রহণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সদস্যরা।
তালা :  বর্ষবরণ উপলক্ষে সকাল ৮টায় তালা সরকারি বিদে মাঠ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন। শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐ মাঠেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়ে দিনব্যাপী বৈশাখী মেলার নানা আয়োজন। বিকেলে বাউল গান ও ব্যান্ড কনসার্টের মধ্য দিয়ে শেষ হয় বর্ষবরণ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ মাসুদুর রহমান, থানা অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ মইনউদ্দীন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ ইনামুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক স ম ইয়াছিনউল­াহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ জামালুল বান্না, কেন্দ্রীয় জেএসডি নেতা মীর জিল­ুর রহমান, তালা বাজার বণিক সমিতির আহবায়ক সরদার নুরুল ইসলাম, হৃদয় সাধু, অমল দত্তসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী অবিভাবক ব্যানার ফেস্টুন সহ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
কেশবপুর : এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে কেশবপুর পাবলিক ময়দানে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে শিক্ষার্থী, শিক্ষক, সুধীজনসহ বৈশাখী সাজে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে শহরে বের করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শরীফ নেওয়াজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি আবুল হোসেন আজাদ, সহসভাপতি আলাউদ্দিন আলা, সাধারণ স¤পাদক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস প্রমুখ।
এর আগে চারুপীঠ একাডেমির উদ্যোগে পৌরসভা চত্বরে বর্ষবরণ উপলক্ষে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চারুপীঠের শিক্ষার্থীদের গান, কবিতা ও নৃত্য পরিবেশন মুগ্ধ করে দর্শকদের। প্রতিষ্ঠানের সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী ও সাংবাদিক শামীম আখতার মুকুল। স্বাগত বক্তব্য দেন চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে।
চিতলমারী : উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে। এ উপলক্ষে  দুপুর ১২টায় এক বর্ণাঢ্য র‌্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, জেলা সদস্য ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা যুগ্ম-আহবায়ক এড. অসীম কুমার সমাদ্দার, উপজেলা যুবদলের আহবায়ক জাকারিয়া মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নেয়ামত আলী খান, শিবপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ নওয়াব আলী ও সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোক্তার সরদার। শোভাযাত্রা থেকে ফিলিস্তিনের গাজায় নিপীড়িত জনগণের প্রতি সহমর্মিতা জানানো হয়। 
দাকোপ : উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি’র উদ্যোগে বেলা ১১ টায় ডাক বাংলা মোড়স্থ দলীয় কার্যালয়ে থেকে বৈশাখী শোভাযাত্রা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক অসিত কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা আহবায়ক শেখ মোজাফফার হোসেন, সদস্য সচিব আল আমিন সানা, আইয়ুব আলী কাজি, শেখ শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মোঃ বাচ্চু ফকির, কামরুল ইসলাম, মহিদুল হাওলাদার, হাসমত খলিফা, আবু তাহের, শফিকুল মোল­া, আব্দুর রাজ্জাক, রমজান আলী গাজী, রবিউল ইসলাম মনা, আজিম হাওলাদার, ফজলুর রহমান, তারেক গাজী, ইকরামুল শেখ, পারুল বেগম, রুম্মন গাজী, রিফাত সরদার, আফজাল হোসেন, আলআমিন মোল­া প্রমুখ। 
আশাশুনি (সাতক্ষীরা) : উপজেলা প্রশাসন সকাল ৮টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করে। এরপর বৈশাখী মেলা উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়। নানান রঙ বেরঙের সাজে সজ্জিত, দেশীয় সংস্কৃতি প্রদর্শন করে ঢাক ঢোল পিটিয়ে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। ৯টায় মেলা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল অদুদ, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল­াহ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কৌতুক, কবিতা, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়। সবশেষে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে আশাশুনি সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ শোভাযাত্রা বের করে পরিষদ চত্বরে গিয়ে উপজেলা প্রশাসনের শোভাযাত্রায় যোগ দেয়। সরকারি কর্মসূচ শেষে কলেজে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সরকারি কলেজের অধ্যাপকবৃন্দ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহমেদ, প্রভাষক আব্দল মালেক, ছহিল উদ্দীন, রবিউল ইসলাম, মাসুদুর রহমান, সজল কুমার আঢ্য। সঙ্গীত পরিবেশন করেন, প্রভাষক জাকির হোসেন, শিরিন বাহার যুথি, শাহাদাৎ হোসেন, নিলেন্দু মুখার্জী, জয়দেব নাথ, ছন্দা রানী ও আক্তারুজ্জামান প্রিন্স।

্রিন্ট

আরও সংবদ