খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

ফুলতলায় বোম্বে ফেরত স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী

ফুলতলা প্রতিনিধি |
১২:২২ এ.এম | ১৬ এপ্রিল ২০২৫


ফ‚লতলার দামোদর নলুয়া পাড়ায় রুপা বেগম (৩০) নামে এক ভাড়াটিয়া গৃহবধু কে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামী রানা গাজীর (৩২) বিরুদ্ধে। রোববার গভীর রাতে এ ঘটনায় ফুলতলা থানায় মামলা দায়ের হয়েছে।  
পুলিশ সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের শহিদুল গাজীর পুত্র রানা গাজী প্রায় এক বছর আগে দিঘলিয়া উপজেলার লাখোহাটি গ্রামের আলেক শেখের কন্যা রুপা বেগমকে বিয়ে করে। এটি ছিল উভয়ের একাধিক বিয়ে। বিয়ের কিছু দিন পর থেকে রুপা ভারতের বোম্বে শহরে বাস করতো। এদিকে রুপা বেগমের আগের ঘরের কন্যা সন্তানকে নিয়ে তার মা ফুলতলার দামোদর নলুয়া পাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ঈদুল ফিতরের দুই দিন পরে সে ভারত থেকে এসে তার মায়ের ভাড়া বাসায় উঠে। জানতে পেরে স্বামী রানা গাজী রোববার রাতে তার স্ত্রীর কাছে আসে। ওই রাতেই স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রুপাকে গলায় ফাঁস দিয়ে দুই জোড়া কানের দুল ও একটি স্বর্নের চেইন নিয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানায়। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নিহত রুপার ভাই মোঃ ইসতিয়াক শেখ  বাদী হয়ে রানা গাজীর নামসহ আরও অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে ফুলতলা থানায় হত্যা মামলা দায়ের করে। ওসি মোঃ জিল­াল হোসেন বলেন, এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। আসামি রানা গাজীকে গ্রেফতারের জোর চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।  
 

্রিন্ট

আরও সংবদ