খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

কুয়েট রোডে রাস্তা নির্মাণের সময় দেওয়াল ভেঙে ফেলে ঠিকাদার : চরম অরক্ষিত ৪টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:২২ এ.এম | ১৭ এপ্রিল ২০২৫


বিগত সরকারের আমলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাস্তা নির্মাণ ধীরগতিতে কাজ চলার কারণে এলাকার মানুষ পড়েছে চরম বিপাকে। রাস্তায় পাশে ড্রেন নির্মাণের সময় ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্স সরকারি ৪টি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান খুলনা উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা সরকারি চিটার্স ট্রেনিং কলেজ, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সুরক্ষা দেওয়াল ভেঙে দেয়। ঠিকাদারী প্রতিষ্ঠানটি নতুন দেওয়াল তুলে দেওয়ার প্রতিশ্র“তি দিলেও তা এখনো করা হচ্ছে না। এজন্য চরম অরক্ষিত ও বিপাকে পড়েছে সরকারি ৪টি শিক্ষা প্রতিষ্ঠান। সরকারি টিচার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রহিমা খাতুন বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিলে ও কাজের কোন অগ্রগতি দেখতে পাচ্ছি না। অনিরাপদে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।  নিরাপত্তা প্রদানে আড়ংঘাটা থানা পুলিশের টহল গাড়ি গেটে অবস্থান নিতে হয়। 
উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ডঃ শেখ মোহ্তাশামুল বলেন, সুরক্ষা দেওয়াল না থাকায় বহিরাগত মানুষ গরু ছাগল অবাধে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে অনাকাঙ্খিক্ষত ঘটনা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত করছে এবং বিকেল বেলা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে নেশার অভয়ারণ্য পরিণত করছে। 
তিনি আরও বলেন, সুরক্ষা দেওয়াল দ্রুত ব্যবস্থা না হলে আসন্ন বর্ষার সমস্ত রাস্তার পানি ভিতরে ঢুকে সকল কার্যক্রমে বিঘœ ঘটাবে। 
এ ব্যাপারে মাহবুব ব্রাদার্সের ম্যানেজার ও প্রকৌশলীর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
 

্রিন্ট

আরও সংবদ