খুলনা | মঙ্গলবার | ০৬ মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২

বৃহত্তর আমরা খুলনাবাসীর সময়ের খবর সম্পাদকের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক |
০২:০৭ এ.এম | ১৭ এপ্রিল ২০২৫


খুলনার সড়ক ও জনপদ অফিস ঘেরাও করার লক্ষ্যে সময়ের খবর পত্রিকার সম্পাদক মোঃ তরিকুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় সম্পাদকের অফিস কক্ষে এ মতবিনিময়ের আয়োজন করা হয়। 
এ সময় বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ বলেন, আগামী ২০ এপ্রিল খুলনার সড়ক ও জনপদ অফিস ঘেরাও করা হবে। মূলত দীর্ঘদিন ধরে গল­ামারী সেতুর কাজ পড়ে আছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরেও কাজের কোনো অগ্রগতি নেই। তাই আমাগী ২০ তারিখ সংগঠনটির পক্ষ থেকে সড়ক ও জনপদ অফিস ঘেরাও কারার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু ও মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, সাধারণ সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, নাগরিক ফোরামের সদস্য সচিব এস এম ইকবাল হোসেন তুহিন ও মোঃ জামাল মোড়ল।  

্রিন্ট

আরও সংবদ