খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

যশোরে রূপদিয়ায় ১৪ বাড়িতে হামলা ও লুটপাট : সন্দেহভাজন দুই আসামি আটক

নিজস্ব প্রতিবেদক, যশোর |
১২:৩৩ এ.এম | ১৮ এপ্রিল ২০২৫


যশোর সদর উপজেলার রূপদিয়া মধ্যপাড়ায় ১৪টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন দুই আসামিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন রূপদিয়া খান পাড়ার গোলাম রসুল খানের ছেলে রাসেল খান (৩০) এবং মৃত বাবর আলী খানের ছেলে নাহিদ খান (২২)।
গত ১৩ এপ্রিল সকালে রূপদিয়া মধ্যপাড়ার মোহাম্মদ চান্দুর ছেলে মিলন হোসেন ৭ জনের নাম উলে­খসহ অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। এজাহারভুক্ত আসামিরা হলেন খবির খান (৬৫), জাহিদ খান (৩৫), আলী খান (৩৮), আসলাম খান (৪২), রমজান আলী (২৫), সাদ্দাম হোসেন (৩০) ও জুবায়ের হোসেন (৩০)।  
মিলন হোসেনের অভিযোগে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে তাদের জমিতে বসবাস করে আসছেন। উলে­খিত আসামিরা চিহ্নিত সন্ত্রাসী এবং জমি নিয়ে পূর্ব থেকে দ্ব›দ্ব চলছিল। ১৩ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে আসামিরা লোহার রড, রামদা, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িঘরে হামলা চালায়। তারা পর্যায়ক্রমে ১৪টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং সোনার গহনা ও নগদ টাকা লুট করে নেন। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়। প্রতিবেশী সালমা খাতুন, রাজিয়া, ইসমাইল, প্রিয়া, সুফিয়া ও আনছারের ঘর থেকেও মূল্যবান সামগ্রী লুট করা হয়। বাধা দেওয়ায় মিলন হোসেন, তার মা ফতেমা বেগম ও অন্যান্য প্রতিবেশীদের মারপিট করা হয়।  
এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই শাহীনুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ১২টা ও বৃহস্পতিবার ভোরে রূপদিয়া খান পাড়া থেকে দুই আসামিকে আটক করা হয়। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  
ক্ষতিগ্রস্তরা এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

্রিন্ট

আরও সংবদ