খুলনা | শনিবার | ১৯ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ইউনিটের উদ্যোগে

রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা ওরিয়েন্টেশন

খবর বিজ্ঞপ্তি |
০১:১৮ এ.এম | ১৯ এপ্রিল ২০২৫


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) খুলনা সিটি ইউনিট-এর উদ্যোগে শুক্রবার “রেড ক্রস/রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা ওরিয়েন্টেশন” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের খুলনা সিটি ইউনিট অফিসে আয়োজিত এই কর্মসূচিতে সিনিয়র আরসিওয়াই ফোরাম, খুলনার নিবন্ধিত সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র আরসিওয়াই ফোরাম, খুলনার সভাপতি এস এম জামালুল করিম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন লাভলু, এস এম সাজ্জাদ হোসেন, শেখ মোঃ কবির হোসেন টিটু, সরেজিৎ সেন, এস এম জালালুল করিম, রাবেয়া সিদ্দিকী, সাইদুল ইসলাম, সুমিত শাহরিয়ার, মোঃ মাহমুদুল ইসলাম সনেট। এছাড়াও উপস্থিত ছিলেন সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মইনুল ইসলাম পলাশ, যুব প্রধান রুনা আক্তার লতা, এবং যুব কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
ওরিয়েন্টেশনে প্রশিক্ষণ প্রদান করেন খুলনা সিটি ইউনিটের প্রশিক্ষকগণ ও সিনিয়র আরসিওয়াই ফোরাম, খুলনার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ তবু। সম্পূর্ণ ওরিয়েন্টেশন কার্যক্রমটি সুচারুভাবে সমন্বয় করেন সিনিয়র আরসিওয়াই ফোরাম, খুলনার দপ্তর সম্পাদক সুমিত শাহরিয়ার এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল ইসলাম সনেট।
ওরিয়েন্টেশনে অংশগ্রহণকারীরা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মৌলিক নীতিমালা, কার্যক্রম ও মানবিক সেবার বিভিন্ন দিক সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা অর্জন করেন। আয়োজকরা জানান, সিনিয়রদের রেড ক্রিসেন্ট কার্যক্রমে দৃঢ়ভাবে কাজ করতে এ ধরনের ওরিয়েন্টেশন কাজে উৎসাহিত করবে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করে তুলবে।

্রিন্ট

আরও সংবদ