খুলনা | শুক্রবার | ২৫ এপ্রিল ২০২৫ | ১২ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের বিপক্ষে হেরে ওয়েস্ট ইন্ডিজ-থাইল্যান্ড ম্যাচে চোখ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক |
০৫:৪০ পি.এম | ১৯ এপ্রিল ২০২৫


জিততে পারলেই ভারত বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। পাকিস্তানের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সাত উইকেটে হারল বাংলাদেশ। তবে এই হারেই অবশ্য বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে যায়নি বাঘিনীদের জন্য। ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে এখন ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

পাঁচ ম্যাচে তিনটি জয় ও ছয় পয়েন্ট নিয়ে তালিকায় এখন দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। দলটির রান রেট ০.৬৩৯। এখন পর্যন্ত চার ম্যাচে হারা থাইল্যান্ড যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারে তাহলে বাছাইপর্বের ফাইনালে পৌঁছাবে বাংলাদেশ ও পাঁচ ম্যাচ জিতে শীর্ষে থাকা পাকিস্তান।

আর থাইল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে পারলে বাছাইপর্বের ফাইনালে পৌঁছাবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে রানরেটও। চার ম্যাচের মধ্যে দুটিতে জিতে আপাতত পয়েন্ট টেবিলের পাঁচে আছে ওয়েস্ট ইন্ডিজ। দলটির রান রেট -০.২৮৩। বাছাইপর্বের ফাইনালে খেলা দুই দলই ভারত বিশ্বকাপে খেলবে।

এ দিন আগে ব্যাটিং করতে নেমে ধুঁকেছে বাঘিনীরা। রিতু মনির ৪৮ এবং ফাহিমা খাতুনের অপরাজিত ৪৪ রানের ইনিংসে ৫০ ওভারে ৯ উইকেটে ১৭৮ রান করে বাংলাদেশ নারী দল। তিন উইকেট হারিয়ে ৬২ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।

৯৩ বলে ৬৯ রান করেন মুনিবা আলী। তিনে নামা সিদরা আমিন করেন ৫২ বলে ৩৭ রান। আলিয়া রিয়াজ ৬৫ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

এর আগে শনিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় দলটি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান ফারজানা হক। তাকে বোল্ড করেন ফাতিমা সানা।

শুরুর ধাক্কা সামাল দেয়ার আগেই আরও দুই উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগ্রেসরা। দিলারা আক্তার ১৪ বলে ১৩ রান করে সাদিয়া ইকবালের শিকার হন। গুরুত্বপূর্ণ দিনে জ্যোতি ছয় বলে এক রান করে ফাতিমা সানার লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের শিকার হন।

২১ রানে তিন উইকেট হারানোর পর শারমিন আক্তার ও রিতু মিলে চাপ সামাল দেয়ার চেষ্টা করেন। ৪৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬৫ রানে ৪৭ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান শারমিন।

তারপর নাহিদা আক্তারের সঙ্গেও ৪৪ রানের জুটি গড়েন রিতু। ৫১ বলে ১৯ রান করা নাহিদাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন রামিন শামিম। ভালো ব্যাটিং করলেও এ দিন হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি রিতুর।

হাফ সেঞ্চুরির ঠিক দুই রান আগে থাকা অবস্থায় নাশরা সান্ধুকে উড়িয়ে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন রিতু। এরপর ফাহিমা খাতুনের নৈপুণ্যে দেড়শ পেরিয়ে দুইশ'র কাছাকাছি যায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে তিনটি উইকেট নেন সাদিয়া। দুটি করে উইকেট নেন ফাতিমা ও ডায়ানা বেগ।

্রিন্ট

আরও সংবদ