খুলনা | রবিবার | ২০ এপ্রিল ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২

আশাশুনি সরকারি কলেজে ৬ শিক্ষককে এডহক নিয়োগ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:১৮ পি.এম | ১৯ এপ্রিল ২০২৫


আশাশুনি সরকারি কলেজে আরও ৬ শিক্ষককে এডহক নিয়োগ প্রদান করা হয়েছে। এনিয়ে ৬১ জনের এডহক নিয়োগ প্রদান করা হলো। কলেজটি ২০১৭ সালের ৯ জানুয়ারি জাতীয়করণ করা হয়। এরই ধারাবাহিকতায় ৬২ পদ সৃজন হয়। ৬২জন শিক্ষকের মধ্যে বিভিন্ন ধাপে ৫৫ জন এডহক নিয়োগপ্রাপ্ত হন। অবশেষে বাকি ৬ জনকে গত ১৬ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক ৩৭.০০.০০০০.০৮৫.১৫.১০৭.১৯ (খন্ড -১)-৩১১ মোতাবেক এডহক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন জারির পরে গত ১৭ এপ্রিল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলাম ৬জন শিক্ষকের যোগদান প্রক্রিয়া সম্পন্ন করেন। এডহক নিয়োগ প্রাপ্তরা হলেন মোঃ জাহিদুল ইসলাম (প্রভাষক গণিত), নিপা দাস (প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান), বাকী বিল­াহ (প্রভাষক ইসলামী শিক্ষা), আসমাতুল­াহ (প্রভাষক ইসলামী শিক্ষা), বন্দনা বালা সরকার (প্রভাষক দর্শন) ও আনন্দ মন্ডল (প্রভাষক দর্শন)।

্রিন্ট

আরও সংবদ